BIS সার্টিফিকেশন পেলো OnePlus 9 RT । কি কি থাকছে এই ফোনে ?

 


    একটা নতুন OnePlus স্মার্ট ফোন যার মডেল নাম্বার MT2111, সেটি BIS এর approval পেয়েছে । যদি ও এর থেকে এর specifications এর ব্যাপারে কোনও তথ্য পাওয়া যায়নি। তবে OnePlus 9 RT ফোন টি অক্টোবর এর দিকে ইন্ডিয়া তে আসবে বলে মনে করা হচ্ছে। অতএব এটা হতেও পারে যে OnePlus হ্যান্ডসেট MT2111 ই হয়তো আপকামিং OnePlus 9 RT স্মার্ট ফোন ।

    OnePlus হয়তো আরও কিছু Nord branded ফোন আনতে পারে যাদের থাকবে কিছু আপগ্রেডড specifications। তাই MT2111 ই OnePlus 9 RT কিনা তা জানার জন্য আমাদের আরও কিছু রিপোর্ট এর অপেক্ষা করতে হবে।

    Recent কিছু তথ্য থেকে জানা যাচ্ছে যে OnePlus 9 RT আগে লঞ্চ হওয়া OnePlus 9R flagship ফোন এর আপগ্রেডড ভার্সন। এতে থাকতে পারে 6.55-inch AMOLED ডিসপ্লে উইথ full HD + resolution আর 120Hz refresh rate । স্ক্রিন এ থাকবে integrated fingerprint scanner ।

    থাকবে Snapdragon 870 chipset । আর থাকছে 8GB /12GB of LPDDR4X RAM আর 256GB পর্যন্ত UFS 3.1 স্টোরেজ। এতে থাকবে 4,500mAh ব্যাটারি যা 65W ফার্স্ট charging সাপোর্ট করবে ।

    এতে আরও থাকবে 16-megapixel ফ্রন্ট ক্যামেরা । ব্যাক এ থাকছে 50-megapixel Sony IMX766 প্রাইমারী ক্যামেরা, 16-megapixel secondary লেন্স ও 2-megapixel ক্যামেরা । অন্য একটি রিপোর্ট বলছে যে এতে থাকবে quad ক্যামেরা সিস্টেম । সবশেষে এতে থাকবে oxygen OS 12 UI-based Android 11 OS ।

                           


কোন মন্তব্য নেই

Feature Post

সামনে এলো Galaxy A23 5G এবং Galaxy A13 5G এর স্পেসিফিকেশন। সম্পূর্ণ তথ্য আপনাদের জন্য।

      অবশেষে Samsung Galaxy A23 5G এবং Galaxy A13 5G স্মার্টফোনের দাম এবং কবে থেকে পাওয়া যাবে সেটা নিশ্চিত করেছে । দুটি স্মার্টফোনই তাইওয়ান...

Popular Post

fpm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
close