BIS সার্টিফিকেশন পেলো OnePlus 9 RT । কি কি থাকছে এই ফোনে ?
একটা নতুন OnePlus স্মার্ট ফোন যার মডেল নাম্বার MT2111, সেটি BIS এর approval পেয়েছে । যদি ও এর থেকে এর specifications এর ব্যাপারে কোনও তথ্য পাওয়া যায়নি। তবে OnePlus 9 RT ফোন টি অক্টোবর এর দিকে ইন্ডিয়া তে আসবে বলে মনে করা হচ্ছে। অতএব এটা হতেও পারে যে OnePlus হ্যান্ডসেট MT2111 ই হয়তো আপকামিং OnePlus 9 RT স্মার্ট ফোন ।
OnePlus হয়তো আরও কিছু Nord branded ফোন আনতে পারে যাদের থাকবে কিছু আপগ্রেডড specifications। তাই MT2111 ই OnePlus 9 RT কিনা তা জানার জন্য আমাদের আরও কিছু রিপোর্ট এর অপেক্ষা করতে হবে।
Recent কিছু তথ্য থেকে জানা যাচ্ছে যে OnePlus 9 RT আগে লঞ্চ হওয়া OnePlus 9R flagship ফোন এর আপগ্রেডড ভার্সন। এতে থাকতে পারে 6.55-inch AMOLED ডিসপ্লে উইথ full HD + resolution আর 120Hz refresh rate । স্ক্রিন এ থাকবে integrated fingerprint scanner ।
থাকবে Snapdragon 870 chipset । আর থাকছে 8GB /12GB of LPDDR4X RAM আর 256GB পর্যন্ত UFS 3.1 স্টোরেজ। এতে থাকবে 4,500mAh ব্যাটারি যা 65W ফার্স্ট charging সাপোর্ট করবে ।
এতে আরও থাকবে 16-megapixel ফ্রন্ট ক্যামেরা । ব্যাক এ থাকছে 50-megapixel Sony IMX766 প্রাইমারী ক্যামেরা, 16-megapixel secondary লেন্স ও 2-megapixel ক্যামেরা । অন্য একটি রিপোর্ট বলছে যে এতে থাকবে quad ক্যামেরা সিস্টেম । সবশেষে এতে থাকবে oxygen OS 12 UI-based Android 11 OS ।
কোন মন্তব্য নেই