প্রকাশিত হল Realme GT Neo 2 এর অফিসিয়াল লঞ্চ ডেট । আপনারা তৈরী তো?

    22th সেপ্টেম্বর চায়না তে Realme GT Neo2 অফিসিয়ালি আসতে চলেছে । এটি Dimensity 1200 দ্বারা চালিত Realme GT Neo কে প্রতিস্থাপন করবে যেটা এই বছর মার্চ মাসে চালু হয়েছিলো। এই লঞ্চ er আগে কোম্পানী একটা Weibo পোস্ট এর মাধ্যমে এর chipset আর ব্যাটারি capacity সামনে এনেছে।

    এতে থাকবে Snapdragon 870 SoC যা Snapdragon 888 /888+ এর পরবর্তী Qualcomm chip। থাকবে 4,500 mAh ব্যাটারি যা আগের মডেল এর ব্যাটারি এর থেকে 500mAh বড়।

    এই Neo 2 65W ফার্স্ট charging সাপোর্ট করবে । কোম্পানী এর দাবী যে এই বড় ব্যাটারি 36mints এ পুরো চার্জ শেষ করতে পারবে। এতে থাকছে AMOLED প্যানেল যার উপরে বাঁ দিকে থাকছে punch-hole।

    বলা হচ্ছে যে এতে থাকবে 6.62-inch স্ক্রিন যা full HD + resolution আর 120Hz এর refresh rate কে সমর্থন করে। AMOLED প্যানেল এ থাকছে inegrated fingerprint স্ক্যানার ।এটা 6GB / 8GB / 12GB RAM আর 128GB / 256GB / 512GB স্টোরেজ ভ্যারিয়েন্টে আসতে পারে।

    এতে থাকতে পারে 64-megapixel +8 megapixel +2-megapixel ট্রিপল ক্যামেরা । আর সেলফি র জন্য 16-megapixel ফ্রন্ট ক্যামেরা ।থাকবে Realme UI based Android 11 OS যা external স্টোরেজ কে সাপোর্ট করবে।

    Realme already তাদের GT Neo 2 কে ব্ল্যাক mint (গ্রিন) কালার এ সামনে এনেছে। তবে আশা করা যায় এটি আরো তিনটে কালার এ পাওয়া যাবে মিরর ব্ল্যাক, Dream blue আর সুপার orange।



কোন মন্তব্য নেই

Feature Post

সামনে এলো Galaxy A23 5G এবং Galaxy A13 5G এর স্পেসিফিকেশন। সম্পূর্ণ তথ্য আপনাদের জন্য।

      অবশেষে Samsung Galaxy A23 5G এবং Galaxy A13 5G স্মার্টফোনের দাম এবং কবে থেকে পাওয়া যাবে সেটা নিশ্চিত করেছে । দুটি স্মার্টফোনই তাইওয়ান...

Popular Post

fpm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
close