এই বছর ই আসতে চলেছে Samsung A73, থাকবে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা । আরও কি থাকছে ? সামনে এলো ফিচার

 

    2022 সালের জন্য Samsung একটা নতুন A সিরিজ ফোন এর উপর কাজ করছে । একটা রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে কোম্পানী নেক্সট ইয়ার Galaxy A সিরিজ এর মডেল গুলি তে OIS সাপোর্ট আনার কথা চিন্তা ভাবনা করছে। বর্তমানে একটা সাউথ corean পাবলিকেশন থেকে জানা যাচ্ছে Galaxy A73 হয়তো কোম্পানী এর প্রথম ফোন হবে যাতে 108-megapixel ক্যামেরা থাকবে ।

     Galaxy A73 এই বছর লঞ্চ হওয়া galaxy A72 কে প্রতিস্থাপন করবে। A72 তে ছিল একটা quad - ক্যামেরা ইউনিট, OIS এর 64-megapixel মেন ক্যামেরা +12-megapixel আল্ট্রাওয়াইড ক্যামেরা +8- megapixel টেলিফটো ক্যামেরা +5-megapixel ম্যাক্রো শুটার।

    Elec এর কথা অনুযায়ী Samsung তাদের Galaxy A73 2022 সালের প্রথম দিকে লঞ্চ করবে। 108-megapixel প্রাইমারী ক্যামেরা ছাড়া ও থাকবে OIS সাপোর্ট ।

    যদি ও Galaxy A73 এর ব্যাপারে বিশেষ কিছু জানা যায়নি। থাকতে পারে Exynos 1200 chipset যাতে থাকতে পারে 8GB RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ । আশা করা যায় এই সেট এর ব্যাপারে আগত মাসে আরও তথ্য জানা যাবে।

                          

    A73 তে থাকতে পারে 6.67 inch AMOLED প্যানেল যাতে থাকবে 120 hz হাই refresh rate আর ব্যাটারি যা ফার্স্ট charging সাপোর্ট করবে । থাকতে পারে IP67 rated dust and water resistance । এখন এটা ই দেখার যে এতে কি থাকবে one UI 4.0 নাকি Android 12 OS।

Social Media তে আসুন, আগে আপডেট পাবার জন্য । 



কোন মন্তব্য নেই

Feature Post

সামনে এলো Galaxy A23 5G এবং Galaxy A13 5G এর স্পেসিফিকেশন। সম্পূর্ণ তথ্য আপনাদের জন্য।

      অবশেষে Samsung Galaxy A23 5G এবং Galaxy A13 5G স্মার্টফোনের দাম এবং কবে থেকে পাওয়া যাবে সেটা নিশ্চিত করেছে । দুটি স্মার্টফোনই তাইওয়ান...

Popular Post

fpm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
close