সামনে এলো Realme Gt Neo 2 এর নতুন ছবি, ফাঁস হল স্পেসিফিকেসান।
গত বছরে Realme তাদের GT Neo 5G লঞ্চ করেছিলো চায়না তে । একটি রিপোর্ট অনুযায়ী কোম্পানী এর একটি আপগ্রেডেশন Realme GT Neo2 ইন্ডিয়া এর বাজার এ আনার কথা ভাবনা চিন্তা করছে।
Digit collaboration এই আপকামিং ফোন টির কিছু renders আর কী স্পেসিফিকেশন সামনে এনেছে। Renders এবং স্পেসিফিকেশন গুলো এর pre-production ইউনিট এর উপর বেস করে তৈরি হয়েছে। এই reন্দের এর একটা 360-degree লুক তুলে ধরেছে।
GT Neo2, GT সিরিজ এর আন্ডার এ original GT Neo এর আপগ্রেডড ভার্সন হবে । ফোন টি হবে slim, light ওয়েট, তবে এর dimensions এর ব্যাপারে কিছু স্পষ্ট নয়
এতে থাকছে বড় ডিসপ্লে, পাতলা বেজেল আর punch-hole cut out ফ্রন্ট ক্যামেরা এর জন্য। অন্য দিকে পিছনে থাকছে ট্রিপল ক্যামেরা উইথ LED ফ্ল্যাশ । নিচের দিকে থাকছে speaker grille আর USB TYPE-C পোর্ট। বাঁ দিকে থাকছে volume কন্ট্রোল বাটন আর ডান দিকে পাওয়ার বাটন।
রিপোর্ট অনুযায়ী GT Neo2 তে থাকতে পারে 6.62-inch FHD+ডিসপ্লে উইথ 120Hz refresh রেট । আরও থাকছে in-ডিসপ্লে fingerprint সেন্সর উইথ punch-hole cut out ফর 16MP সেলফি ক্যামেরা।
এতে থাকতে পারে Qualcomm Snapdragon 870 SoC আর 8GB RAM, 128GB ইন্টারনাল স্টোরেজ। থাকতে পারে Realme UI 2.0 উইথ Android 11 । এতে 5000mAh এর ব্যাটারি থাকতে পারে যা ফার্স্ট charging সাপোর্ট করবে ।
শোনা যাচ্ছে যে GT Neo2 তে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ যার মূল আকর্ষণ 64MP মেন ক্যামেরা। প্রাইমারী সেন্সর হিসেবে থাকবে 8MP ultra-wide আর 2MP ম্যাক্রো ক্যামেরা। Realme GT এর মত ই এটি হয়তো একই সেন্সরযুক্ত হবে।
কোন মন্তব্য নেই