iQOO Z6 Pro আসছে কম দামে । কি হবে স্পেসিফিকেশান ? দামই বা কত ?

    

    Iqoo ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে চলেছে iQOO Z6 Pro, আশা করা হচ্ছে এই মাসের শেষের দিকেই এই iQOO Z6 Pro ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করবে এবং খুবই আকর্ষণীয় দামে এই ফোনটা আসতে চলেছে । ফোনটা কি স্পেসিফিকেশন থাকবে, লিক স্টার যোগেশ বার, তার টুইটারে জানিয়েছেন ফোনটা স্পেসিফিকেশন কি হবে সেটা নিচে দেওয়া হল :

iQOO Z6 Pro

(rumoured) •6.4" FHD+ AMOLED, 90Hz •Qualcomm Snapdragon 778G •6/8GB RAM •128/256GB storage


•Rear Cam- 64MP + 8MP (UW) + 2MP (macro) •Front Cam- 16MP •4,500mAh battery, 66W charging •Android 12, FunTouch OS •Gaming Mode, stereo speakers

    এখনো পর্যন্ত এই ফোনটির দাম কত হবে সে বিষয়ে কিছু জানা যায়নি তবে এই ফোনটি ভারতীয় মুদ্রায় কুড়ি থেকে 25 হাজার টাকায় লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশে এই ফোনটা আনঅফিসিয়াল পাওয়া যাবে কিনা তারও কোনো নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না


Social Media তে আসুন, আগে আপডেট পাবার জন্য । 

কোন মন্তব্য নেই

Feature Post

সামনে এলো Galaxy A23 5G এবং Galaxy A13 5G এর স্পেসিফিকেশন। সম্পূর্ণ তথ্য আপনাদের জন্য।

      অবশেষে Samsung Galaxy A23 5G এবং Galaxy A13 5G স্মার্টফোনের দাম এবং কবে থেকে পাওয়া যাবে সেটা নিশ্চিত করেছে । দুটি স্মার্টফোনই তাইওয়ান...

Popular Post

fpm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
close