Xiaomi লঞ্চ করতে চলেছে তাদের দুটি ফ্লাগশিপ কিলার ফোন, MI 11T এবং MI 11T Pro
Xiaomi আগামী 15th সেপ্টেম্বর তাদের একটি লঞ্চ ইভেন্ট করতে চলেছে। আশা করা যায় এতে Xiaomi তাদের 11T এবং 11T pro সামনে আনবে। এটি হয়তো গত বছর লঞ্চ হওয়া Xiaomi Mi 10T আর Xiaomi Mi 10T এর আপগ্রেডড ভার্সন হবে। গতকাল একজন ভিয়েতনাম এর ইউটিউবার 11T pro এর একটি render শেয়ার করেছেন। এখন 91mobiles এই সেট দুটির ব্যপারে একটি নতুন render সামনে এনেছেন। গত বছরের মতো এতেও থাকবে একটা সম্পূর্ণ নতুন ডিজাইন।
লিকড render থেকে জানা যাচ্ছে Xiaomi 11T pro এ থাকবে centrally aligned punch-hole screen । ডানদিকে থাকবে volumn বাটন আর পাওয়ার কী বাটন যেটা হয়তো fingerprint স্ক্যানার এর কাজ করবে।
অন্য একটি চিত্র থেকে স্পষ্ট যে এই সেট এ থাকবে ট্রিপল ক্যামেরা ইউনিট উইথ 108-megapixel প্রাইমারী ক্যামেরা, ট্রিপল LED ফ্ল্যাশ আর একটি সেন্সর। একটি UK retailer listing থেকে জানা যাচ্ছে যে এটি তিনটি কালার অপশনে পাওয়া যেতে পারে - Celestial blue, Meteorite Gray আর Moonlight White ।
টি unique ডিজাইন । 108-megapixel মেন ক্যামেরা এর বদলে থাকতে পারে 64-megapixel প্রাইমারী ক্যামেরা । দুটি মডেল এই থাকবে Dimensity 1200 chip আর OLED স্ক্রিন উইথ 120Hz refresh রেট । তবে pro মডেল এ থাকতে পারে Snapdragon 888 chip ।
11T আর 11T pro তে থাকতে খুব সম্ভবত দুটি ভ্যারিয়েন্টে আসবে - 8GB RAM+128GB স্টোরেজ আর 8GB RAM+256GB স্টোরেজ । দুটো ফোন এই থাকবে 5,000mAh ব্যাটারি যা 120W ফার্স্ট charging সাপোর্ট করবে ।
কোন মন্তব্য নেই