এবারের দাম কমতে চলেছে স্যামসাং স্মার্টফোনের, কিভাবে আসুন জেনে নিই |

    

    
       এতদিন পর্যন্ত স্যামসাং মূলত বাজেট স্মার্টফোন গুলোর ক্ষেত্রে তেমনভাবে কোনরকম প্রতিযোগিতা নিয়ে আসতে পারেনি | কারণ আমরা সব সময় এটা দেখে অভ্যস্ত হয়ে গেছি যে মোটামুটি বাজেটে, স্যামসাং এর থেকে অনেক ভাল স্মার্টফোন লঞ্চ করে রেডমি, রিয়েলমি বা অন্যান্য চাইনিজ স্মার্টফোন কোম্পানি গুলি | স্যামসাং হয়তো একটা ভালো এক্সপেরিয়েন্স দেবার আমাদের চেষ্টা করে, কিন্তু সব সময়ে এটাই হচ্ছে মোটামুটি মিড বাজেটে স্যামসাংকে স্পেসিফিকেশনের দিক থেকে রিয়েলমি, রেডমি-র মত চাইনিজ কোম্পানি বারবার হারিয়ে দিচ্ছে |


    তবে রিসেন্ট একটা রিপোর্ট প্রকাশ হয়েছে যেখান থেকে ধারণা করা হচ্ছে স্যামসাং এবারের বাজেট স্মার্টফোন মার্কেট নিজেদের দখলে আনতে চাইছে চাইনিজ স্মার্টফোন কোম্পানিগুলোকে হারিয়ে | স্যামসাং এবার একটা অসাধারন গেম প্ল্যান তৈরি করতে চলেছে 2022 সালে | 2022 সালের স্যামসাং কী এমন পদক্ষেপ করবে যাতে স্যামসাংয়ের স্মার্ট ফোনের দাম কমতে চলেছে আসুন একবার দেখে নিই |

    স্যামসাং কিন্তু এতদিন পর্যন্ত তার বাজেট লেভেল হোক বা একটু দামি ফোন হোক, বেশিরভাগ ক্ষেত্রেই তার নিজস্ব ডিসপ্লে ইউজ করত অর্থাৎ স্যামসাংয়ের ফোনে আমরা বেশিরভাগ সময় স্যামসাং এর নিজস্ব ডিসপ্লে পেতাম যার ফলে অন্যান্য যেকোনো চাইনিজ ফোন কোম্পানির ডিসপ্লের থেকে স্যামসাং এর ডিসপ্লে কে আলাদাভাবে চেনা যেত, কারণ ওই বাজেটে স্যামসাং সবসময় তাদের নিজস্ব সেরা ডিসপ্লেটা গ্রাহকদের জন্য দিত | যার ফলে এতদিন স্যামসাংয়ের স্মার্টফোনগুলোর দাম বেড়ে যেত এর জন্যই হয়তো স্যামসাং মোটামুটি বাজেট ক্যাটাগরিতে স্মার্ট ফোন বিজনেস কম্পিটিশন থেকে ছিটকে যেতে বসেছিল |



    নতুন একটা রিপোর্ট থেকে জানা যাচ্ছে, স্যামসাং স্মার্টফোনের দাম কমানোর জন্য এবার থেকে বাজেট লেভেল ফোন, বা আর একটু দাম বেশি যে ফোনগুলো হবে সেখানে তারা স্যামসাংয়ের নিজস্ব ডিসপ্লের বদলে চাইনিজ ডিসপ্লে ইউজ করবে | এতে করে স্যামসাং যেমন কম দামে গ্রাহকদের কাছে তাদের স্মার্টফোন পৌঁছে দিতে পারবে আবার ঠিক তেমন করেই বাজেট ক্যাটাগরির স্মার্টফোন মার্কেটে নতুন করে নিজের প্রতিযোগিতাকে বাড়িয়ে তুলতে সক্ষম হবে |

    এক্ষেত্রে আরও একটা কথা প্রযোজ্য স্যামসাং কিন্তু তাদের দুটি নতুন স্মার্টফোনের ওপর কাজ করছে এক স্যামসাং গ্যালাক্সি A53 অন্যটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A73 | প্রসঙ্গত বলে রাখি এই দুটো ফোনের আগের জেনারেশনের ফোনে স্যামসাং তাদের নিজস্ব ডিসপ্লে ইউজ করেছিল কিন্তু এই জেনারেশনের এই দুটি স্মার্টফোন এ স্যামসাং এবার ইউজ করতে চলেছে চাইনিজ ডিসপ্লে শুধুমাত্র দাম কম রাখার উদ্দেশ্যে |

    শোনা যাচ্ছে স্যামসাং ইতিমধ্যেই চাইনিজ ডিসপ্লে কোম্পানি BOE এর সাথে নিজের কথাবাত্রা এগিয়েছে এই ডিসপ্লে তৈরীর কাজ শুরু করার উদ্দেশ্যে |

    এক্ষেত্রে টেক লাভার মধ্যে কিন্তু একটা আশঙ্কা তৈরি হয়েছে, এতদিন পর্যন্ত স্যামসাং তার নিজস্ব হাই কোয়ালিটি ডিসপ্লে সকলকে প্রোভাইড করে এসেছে কিন্তু হঠাৎ করে এখন যদি স্যামসাং চাইনিজ কোম্পানি টেস্টে ইউজ করে এবং সেটা যদি গ্রাহকদের আশা পূরণ না করতে পারে তাহলে হয়তো স্যামসাং এই পদক্ষেপ নিজের দিকে বুমেরাং হয়ে ফিরতে পারে |
এখন দেখা যাক স্যামসাংয়ের এই নতুন পদক্ষেপ স্যামসাংকে কতটা এগিয়ে দিতে পারে |

Social Media তে আসুন, আগে আপডেট পাবার জন্য । 

কোন মন্তব্য নেই

Feature Post

সামনে এলো Galaxy A23 5G এবং Galaxy A13 5G এর স্পেসিফিকেশন। সম্পূর্ণ তথ্য আপনাদের জন্য।

      অবশেষে Samsung Galaxy A23 5G এবং Galaxy A13 5G স্মার্টফোনের দাম এবং কবে থেকে পাওয়া যাবে সেটা নিশ্চিত করেছে । দুটি স্মার্টফোনই তাইওয়ান...

Popular Post

fpm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
close