স্মার্টফোনে গুগল ক্যামেরা ইউজ করছেন? সাবধান হ্যাক হতে পারে আপনার স্মার্টফোনটিও


    আমরা এমন অনেক স্মার্ট ফোন ইউজার আছি যারা আমাদের স্মার্টফোনে গুগোল ক্যামেরা ইউজ করি এই গুগল ক্যামেরা ইউজ করলে আমাদের স্মার্টফোন দিয়ে অনেক স্পষ্ট ছবি তোলা যায় আসলে আমরা যারা বাজেট ক্যাটাগরি স্মার্টফোন ইউজ করি তাদের স্মার্টফোনের সঙ্গে যে ক্যামেরা ইন্টারফেস আসে সেটা অনেক সময়ই আমাদের পছন্দমত ছবি ক্যাপচার করতে পারে না সেই জন্য আমরা যারা একটু ছবি তুলতে ভালবাসি তারা অনেক সময় গুগোল ক্যামেরা আমাদের স্মার্টফোনে ব্যবহার করে থাকি| এই গুগল ক্যামেরা আমাদের স্মার্টফোনের ব্যবহার করলে আমাদের ফোনের ক্যামেরা কোয়ালিটি অনেকটা কিন্তু বৃদ্ধি পায়| এটা এমন নয় যে আমাদের ফোনে নতুন করে কোন ক্যামেরা যুক্ত করে দেয়া হয় এটা হয় শুধুমাত্র সফটওয়্যার অপটিমাইজেশন এর জন্য | আমরা সকলেই জানি শুধুমাত্র হার্ডওয়ার নয়, সেই হার্ডওয়ার কে চালানোর জন্য দরকার সফটওয়্যার আর এই সফটওয়্যার অপটিমাইজেশনের কাজটাই ক্যামেরার ক্ষেত্রে করে থাকে গুগোল ক্যামেরা |



    এবার আসুন জেনে নিন কিভাবে এই গুগল ক্যামেরা আপনার স্মার্টফোনটিকে হ্যাক করে নিতে পারে প্রথমেই এটা জানিয়ে দিই গুগোল ক্যামেরা কিন্তু গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যায় না এই গুগোল ক্যামেরা ডাউনলোড করতে হয় বিভিন্ন ধরনের থার্ড পার্টি ওয়েবসাইট থেকে আর আজকের এই ইন্টারনেটের দুনিয়ায় বিভিন্ন ধরনের জালিয়াতি সংস্থা এই ধরনের বিভিন্ন ওয়েবসাইট খুলে বসে আছে |



    ধরুন আপনি আপনার স্মার্টফোনের জন্য একটা গুগল ক্যামেরা সার্চ করছেন একটা হয়তো ওয়েবসাইটও পেয়েও গেলেন কিন্তু আপনি জানেন না আপনার অজান্তেই হয়তো আপনি যে গুগল ক্যামেরা APK ফাইল টা ডাউনলোড করলেন সেটা হয়তো একটা ম্যালওয়্যার ফাইল এই ফাইল যখনই আপনি আপনার ফোনে ইন্সটল করবেন তখনি আপনার ফোনের যাবতীয় ডেটা আপনার ফোনের পার্সোনাল ফাইল আপনার ফোনে থাকা ব্যক্তিগত মুহূর্তের ছবি ভিডিও সমস্ত কিছুই কিন্তু ওই থার্ড পার্টি ওয়েবসাইট ডেভেলপারদের হাতে চলে যাবে | এই সমস্ত ওয়েবসাইটের মূল লক্ষ্য কিন্তু একটা গুগোল ক্যামেরা আপনার হাতে তুলে দেওয়া নয় এই সমস্ত ওয়েবসাইটের মূল লক্ষ্য হচ্ছে যেকোনোভাবে যে কোন অছিলায় মেনুবার ফাইলটি আপনার ফোনে ঢুকিয়ে দেওয়া | ব্যাস এবার তাদের কাজ শেষ আপনিও কিন্তু ঘুনাক্ষরেও বুঝতে পারবেন না কোন একটি থার্ড পার্টি ওয়েবসাইট আপনার উপর নজরদারি চালাচ্ছে আপনি জানবেন না আপনার স্মার্টফোনের ডেটা চুরি হয়ে গেছে |



    এবার আপনার মনে হতেই পারে আপনার স্মার্টফোনে কি এমন দামি ডাটা আছে যেটা আছে যেটা চুরি গেলে আপনার ক্ষতি হতে পারে এখানে বলে দিই | আপাতদৃষ্টিতে আপনি যেটাকে হয়তো তোয়াক্কা করছেন না সেই সামান্য ডাটা টাও কিন্তু ওই সমস্ত স্ক্যামারদের কাছে খুবই মূল্যবান হয়ে উঠতে পারে যেমন ধরুন আপনার মোবাইলে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর স্টোর হয়ে আছে | এখন আপনার মনে হবে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে তো আর ব্যাংক থেকে টাকা তুলে নেওয়া যাবে না তাহলে ওই ডেটে কার কোনো দামই নেই এখানেই সব থেকে মারাত্মক ভুল আমরা করে থাকি এই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটাও ডার্ক ওয়েবে চড়া দামে বিক্রি হয় বিভিন্ন সময় দেখবেন আপনার কাছে বিভিন্ন নকল ফোন কল আসে এবং তারা দাবি করে তারা ব্যাংক থেকে বলছে এবং তারা কিন্তু আপনার ব্যাংকের একাউন্ট নাম্বারটা সঠিক ভাবে আপনার সামনে তুলে ধরে এবার ভাবুন তারা যদি ব্যাংকের কোন লোক না হয় তাহলে তারা আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটা জানলো কি করে এবার বুঝতে পারছেন আপনার কাছে যেটা সামান্য তথ্য সেটা স্ক্যামারদের কাছে কত মূল্যবান তথ্য হতে পারে

    আশাকরি এতক্ষনে আমি বুঝিয়ে দিতে পেরেছি কিভাবে আপনার স্মার্টফোন হ্যাক হচ্ছে এবং আপনার স্মার্টফোনে আপনাকে বিপদে ফেলছে যাই হোক এবার আশা করি আপনারা সাবধানে থাকবেন আপনার যদি গুগোল ক্যামেরা বা অন্য যেকোন ফাইল ডাউনলোড করার দরকার হয় সেটা বিশ্বস্ত কোন সংস্থার ওয়েবসাইট থেকেই ডাউনলোড করবেন আপনার কোন রকম সন্দেহ হলে সেই ওয়েবসাইটের থেকে কোনরকম ফাইল আপনি আপনার মোবাইলে ডাউনলোড করবেন না | একটা কথা মনে রাখবেন আপনার সাবধানতাই পারে আপনাকে অনেক বড় ক্ষতির হাত থেকে বাঁচিয়ে দিতে |

Social Media তে আসুন, আগে আপডেট পাবার জন্য । 


কোন মন্তব্য নেই

Feature Post

সামনে এলো Galaxy A23 5G এবং Galaxy A13 5G এর স্পেসিফিকেশন। সম্পূর্ণ তথ্য আপনাদের জন্য।

      অবশেষে Samsung Galaxy A23 5G এবং Galaxy A13 5G স্মার্টফোনের দাম এবং কবে থেকে পাওয়া যাবে সেটা নিশ্চিত করেছে । দুটি স্মার্টফোনই তাইওয়ান...

Popular Post

fpm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
close