বাজারে লঞ্চ করতে চলেছে Motorola G200, কম দামি ফ্ল্যাগশিপ স্মার্টফোন | স্পেসিফিকেশন শুনে চোখ কপালে উঠবে
বেশ কিছুদিন চুপচাপ বসে থাকার পর মটোরোলা ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে তাদের একটি কমদামি ফ্ল্যাগশিপ স্মার্টফোন Motorola G200 | ফোনটি গত সপ্তাহে চায়নার মার্কেটে লঞ্চ করা হয়েছিল | অবশেষে ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির লঞ্চের সামনে এসে গেছে | তবে শোনা যাচ্ছে মটোরোলা এই ফোনটি বাংলাদেশের মার্কেটে অফিশিয়ালি লঞ্চ করতে পারে | যদি অফিশিয়াল লঞ্চ নাও করে তাহলে এই ফোনটা কে আনঅফিসিয়াল বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে |
লঞ্চ ডেট : ভারতের মার্কেটে আগামী 30 শে নভেম্বর 2021 এই ফোনটা লঞ্চ করতে চলেছে |
এরপর আসুন ফোনটার কিছু স্পেসিফিকেশন জেনে নেই |
এই ফোনের ডিসপ্লে হিসেবে থাকছে 6.8 ইঞ্চির ফুল FHD+ এলসিডি প্যানেলের ডিসপ্লে | এটাই এই ফোনটার সব থেকে দুর্বল পয়েন্ট হতে পারে কারন একটা ফ্ল্যাগশিপ ডিভাইসে আমরা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছিনা কিন্তু এই ডিসপ্লে কোয়ালিটি কেমন হবে সেটা ফোনটা হাতে আসার পরেই বোঝা যাবে কিন্তু এই ফোনে থাকছে 144 Hz রিফ্রেশ রেট |
ফোনটাই পারফরম্যান্সের জন্য প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888+ চিপসেট | এছাড়া থাকছে UFS 3.1 স্টোরেজ, LP DDR 5 Ram | সুতরাং বুঝতেই পারছেন এই ফোনটা পারফরমেন্সের দিক থেকে অন্যতম সেরা শক্তিশালী স্মার্টফোন হতে চলেছে | এছাড়া সফটওয়্যার হিসেবে থাকছে out-of-the-box Android 11 ও সাথে থাকছে মটোরোলার নিজস্ব কাস্টমাইজ Stock Android UI |
ক্যামেরার দিক থেকেও ফোনটা কিন্তু যথেষ্ট এগিয়ে | এই ফোনে প্রাইমারি ক্যামেরা থাকছে 108 মেগাপিক্সেল, অন্যদিকে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেনস থাকছে 8 মেগাপিক্সেল এর, এছাড়াও থাকছে টু মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা | সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে 16 মেগা পিক্সাল একটা সেলফি ক্যামেরা |
এত কিছুর পরও ফোনটা তে 5000 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে, রয়েছে 33 watt ফাস্ট চার্জ সাপোর্ট |
তবে এই ফোনটার ডিজাইনের দিক থেকে দেখতে আকর্ষনীয় হলেও এই ফোনটার ডিজাইন নিয়ে কোনোরকম গ্লাস বডি নেই, রয়েছে পলিকার্বনেট বডি, যা অনেকের জন্য মন খারাপের কারণ হতে পারে |
এবার আসুন দাম নিয়ে একটু কথা বলি :
Moto G200 চায়নার বাজারে দাম রাখা হয়েছিল 38 হাজার রুপি (convert Price) | সুতরাং আমরা ইন্ডিয়ার বাজারে 45 হাজার রুপির মধ্যে এই ফোন টিকে আশা করতে পারি, আর বাংলাদেশ গেলে 50 থেকে 53 হাজার মধ্যে ফোনটা পাওয়ার সম্ভাবনা রয়েছে |
Social Media তে আসুন, আগে আপডেট পাবার জন্য ।
Facebook Page | : | |
Instagram Page | : | |
Youtube Link | : | |
Twitter | : | |
Telegram | : |
কোন মন্তব্য নেই