চমক দিয়ে বাজারে আসতে চলেছে Oppo Reno 7 সিরিজ । থাকবে ৩ টি ফোন । Official Information

    25th নভেম্বর চায়না তে লঞ্চ হতে চলেছে Oppo Reno7 সিরিজ এর ফোন । লঞ্চ এর আগেই এই সিরিজ এর ফোন গুলি যেমন Reno7, Reno7 pro আর Reno7 SE এখন JD.com এ অন্তর্ভুক্ত করা হয়েছে। এর থেকে ফোন গুলি র কী specifications সম্বন্ধে ধারণা করা যায়।


    প্রথমেই কথা বলব Oppo Reno7 কে নিয়ে। এতে থাকবে তিনটি কালার ভ্যারিয়েন্ট - star rain wish (blue), Dwan Gold আর Starry Night black । সামনে থাকবে punch-hole প্যানেল আর পিছনে থাকছে ট্রিপল ক্যামেরা ইউনিট । এই device টি 7.59mm পুরু ।


    ফোনে থাকবে Snapdragon 778G chipset আর 4,500mAh ব্যাটারি যেটা 65W ফার্স্ট charging সাপোর্ট করবে । ব্যাক এ থাকছে 64-megapixel প্রাইমারী ক্যামেরা । চায়না এর বাজার এ এটি তিনটে ভ্যারিয়েন্টে পাওয়া যাবে - 8GB RAM +128GB storage , 8GB RAM +256GB storage , 12GB RAM +256GB storage ।

    এবার বলব Oppo Reno 7 pro এর কথা । এতেও Oppo Reno 7 এর মত তিনটি কালার অপশন থাকবে ।সামনে থাকছে punch-hole ডিসপ্লে আর ব্যাক এ থাকছে quad-camera ইউনিট । এটি 7.45mm পুরু ।



    এই সেট এ পাওয়া যাবে Dimensity 1200 - Max chip আর 4,500mAh ব্যাটারি যা 65W ফার্স্ট charging সাপোর্ট করবে ।এটি দুটো ভ্যারিয়েন্টে আসবে - 8GB RAM +128GB storage আর 12GB RAM + 256GB storage ।

    লাস্ট এ বলব Oppo Reno 7 SE এর কথা । এটিও উপরের দুটো ইউনিট এর মত তিনটে কালার এ পাওয়া যাবে ।সামনে থাকছে punch-hole ডিসপ্লে আর ব্যাক এ ট্রিপল ক্যামেরা ইউনিট । তবে Reno7 এর তুলনায় এটি বেশ পাতলা আর এর ক্যামেরা গুলো অন্যরকম।

এটি দুটো অপশনে পাওয়া যাবে- 8GB RAM +128GB storage আর 8GB RAM +256GB storage ।

Social Media তে আসুন, আগে আপডেট পাবার জন্য । 


কোন মন্তব্য নেই

Feature Post

সামনে এলো Galaxy A23 5G এবং Galaxy A13 5G এর স্পেসিফিকেশন। সম্পূর্ণ তথ্য আপনাদের জন্য।

      অবশেষে Samsung Galaxy A23 5G এবং Galaxy A13 5G স্মার্টফোনের দাম এবং কবে থেকে পাওয়া যাবে সেটা নিশ্চিত করেছে । দুটি স্মার্টফোনই তাইওয়ান...

Popular Post

fpm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
close