ধামাকা ! Realme বছরের শুরুতেই আনছে একসাথে ৪ টি ফোন ।



    গ্লোবালি চিপ শর্টেজ এর জন্য অন্য ব্র্যান্ড এর মত Realme 9 সিরিজ এর ফোন গুলোর ও production এর অনেক ক্ষতি হচ্ছে। তবে এখন মনে হচ্ছে এই সব সমস্যা পাশে সরিয়ে রেখে, Realme 2022 এর প্রথমার্ধে তাদের 9 সিরিজ এর ফোন গুলি ইন্ডিয়া তে লঞ্চ করবে । এই সিরিজ এ থাকবে ৪ টি ফোন- Realme 9, Realme 9 Pro, Realme 9i আর Realme 9 Max/Pro+ । যেগুলো Realme এর তরফে প্রথম এইরকম নাম নিয়ে বাজার এ আসবে।

    যদিও কোম্পানী 2022 এ এর লঞ্চ ডেট ঠিক করেছে, এর কোনও specifications উল্লেখ করা হয়নি। যদি ও শোনা যাচ্ছে হয়তো এটি ফেব্রুয়ারি মাসে আসতে পারে তবে লঞ্চ এর তারিখ এখনও নিশ্চিত নয়। আরও শোনা যাচ্ছে যে Pro আর Max/Pro + মডেল এ থাকতে পারে Qualcomm Snapdragon 870 chipset যার থাকবে AMOLED স্ক্রিন উইথ 120Hz refresh রেট ।


    আরও কিছু খবর আমরা হয়তো জানতে পারব্‌ কারণ 2022 একদম আমাদের দোরগোড়ায়। তবে আমরা আশা করা যায় যে 9 সিরিজ এর ফোনে থাকবে 108MP মেন ক্যামেরা । এর দাম কেমন হতে পারে বা এটি আদেও বিশ্ববাজারে পাওয়া যাবে কিনা এর ব্যাপারে কোনও তথ্য আমাদের কাছে নেই ।

Social Media তে আসুন, আগে আপডেট পাবার জন্য । 



কোন মন্তব্য নেই

Feature Post

সামনে এলো Galaxy A23 5G এবং Galaxy A13 5G এর স্পেসিফিকেশন। সম্পূর্ণ তথ্য আপনাদের জন্য।

      অবশেষে Samsung Galaxy A23 5G এবং Galaxy A13 5G স্মার্টফোনের দাম এবং কবে থেকে পাওয়া যাবে সেটা নিশ্চিত করেছে । দুটি স্মার্টফোনই তাইওয়ান...

Popular Post

fpm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
close