আবারো মিড বাজেট এর ধামাকা আসছে Samsung Galaxy M53

    


    স্বল্পমূল্যের বাজার ধরার জন্য এবার স্যামসাং উঠে-পড়ে লেগেছে স্যামসাং হালে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করেছে Samsung Galaxy F23 5G, যেটি খুবই আকর্ষণীয় দামে তারা লঞ্চ করেছে | পরবর্তী ধাপে তারা স্যামসাং-এর M series এর আন্ডারে আরও দুটি প্রডাক্ট লঞ্চ করার কথা ঘোষণা করেছে । একটি হচ্ছে Samsung Galaxy M33 অন্যটি হচ্ছে তার আপগ্রেড ভার্সন Samsung Galaxy M53 ।


    
গতকাল স্যামসাং এর এই ফোনটি Geekbench এ এনলিস্টেড হয়েছে । সেখান থেকে আমরা জানতে পারছি Samsung M53 তে স্যামসাং ব্যবহার করবে Mediatek Dimensity 900 চিপসেট, এর সঙ্গে সঙ্গে এই সার্টিফিকেশন সেকশন থেকে আরো জানা যায় এখানে থাকবে 6 GB Ram । My Smart Price, থেকে আমরা জানতে পারছি এই ফোনটিতে এমোলেড প্যানেলের সাথে এ 120 Hz Refresh Rate থাকতে পারে ডিসপ্লেতে । কিন্তু এখনও পর্যন্ত এই ফোনের ক্যামেরা কি হবে বা অন্যান্য স্পেসিফিকেশন জানা যায়নি

    তবে খুব শীঘ্রই অন্যান্য স্পেসিফিকেশন সামনে আসবে এবং আমাদের তরফ থেকে এই ফোনটির ফাস্ট লুক আপনাদের সামনে এসক্লুসিভ ভাবে নিয়ে আসা হবে তার জন্য আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে ফলো করে রাখুন |

Social Media তে আসুন, আগে আপডেট পাবার জন্য । 

কোন মন্তব্য নেই

Feature Post

সামনে এলো Galaxy A23 5G এবং Galaxy A13 5G এর স্পেসিফিকেশন। সম্পূর্ণ তথ্য আপনাদের জন্য।

      অবশেষে Samsung Galaxy A23 5G এবং Galaxy A13 5G স্মার্টফোনের দাম এবং কবে থেকে পাওয়া যাবে সেটা নিশ্চিত করেছে । দুটি স্মার্টফোনই তাইওয়ান...

Popular Post

fpm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
close