লঞ্চ এর আগেই ফাঁস হয়ে গেলো Realme 9i এর স্পেসিফিকেশন। দেখুন তো এটা আপনার প্রত্যাশা পূরণ করতে পারে কিনা।
লঞ্চ এর আগেই ফাঁস হয়ে গেলো Realme 9i এর সম্পূর্ণ স্পেসিফিকেশন । আসুন এক ঝলক দেখে নি যে Realme তাদের এই হ্যান্ড সেটে নতুন কী ফিচার রেখেছে।
91mobiles এর @OnLeaks এর তথ্য অনুযায়ী Realme 9i তে থাকবে Qualcomm Snapdragon 680 SoC আর 8GB RAM, 128GB স্টোরেজ।
ডিভাইস এ থাকবে 6.6-inch FHD + ডিসপ্লে উইথ 90Hz রিফ্রেশ রেট আর বাঁ দিকে punch-hole। যেহেতু এতে LCD প্যানেল থাকছে তাই fingerprint স্ক্যানারটা থাকছে ফোন এর পাশে ।
ব্যাক এ থাকছে ট্রিপল ক্যামেরা - 50MP প্রাইমারী সেন্সর, 8MP সেকেন্ডারী সেন্সর, 2MP tertiary সেন্সর। সেলফির জন্য থাকছে 16MP shooter ।
ফোন এ আপনি পাবেন 3.5mm হেড ফোন জ্যাক আর USB Type-C পোর্ট। থাকবে 5,000mAh ব্যাটারি যা 33W ফার্স্ট charging সাপোর্ট করবে ।
ডিভাইস টা হয়তো 4G connectivity এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে যদি ও টিপস্টার পরিস্কার করে এই ব্যাপারে কিছু বলেননি। তবে এই হ্যান্ড সেটের সফটওয়ার টা Android 11 নাকি Android 12 এ আসবে তার ব্যাপারে কোনও তথ্য আমাদের কাছে নেই ।
তবে আশা করা যায় Realme 9i 2022 এর জানুয়ারি মাসে লঞ্চ হবে।
Social Media তে আসুন, আগে আপডেট পাবার জন্য ।
Facebook Page | : | |
Instagram Page | : | |
Youtube Link | : | |
Twitter | : | |
Telegram | : |
কোন মন্তব্য নেই