লঞ্চ এর আগেই ফাঁস হয়ে গেলো Realme 9i এর স্পেসিফিকেশন। দেখুন তো এটা আপনার প্রত্যাশা পূরণ করতে পারে কিনা।

     লঞ্চ এর আগেই ফাঁস হয়ে গেলো Realme 9i এর সম্পূর্ণ স্পেসিফিকেশন । আসুন এক ঝলক দেখে নি যে Realme তাদের এই হ্যান্ড সেটে নতুন কী ফিচার রেখেছে।

    91mobiles এর @OnLeaks এর তথ্য অনুযায়ী Realme 9i তে থাকবে Qualcomm Snapdragon 680 SoC আর 8GB RAM, 128GB স্টোরেজ।

    ডিভাইস এ থাকবে 6.6-inch FHD + ডিসপ্লে উইথ 90Hz রিফ্রেশ রেট আর বাঁ দিকে punch-hole। যেহেতু এতে LCD প্যানেল থাকছে তাই fingerprint স্ক্যানারটা থাকছে ফোন এর পাশে ।



    ব্যাক এ থাকছে ট্রিপল ক্যামেরা - 50MP প্রাইমারী সেন্সর, 8MP সেকেন্ডারী সেন্সর, 2MP tertiary সেন্সর। সেলফির জন্য থাকছে 16MP shooter ।

    ফোন এ আপনি পাবেন 3.5mm হেড ফোন জ্যাক আর USB Type-C পোর্ট। থাকবে 5,000mAh ব্যাটারি যা 33W ফার্স্ট charging সাপোর্ট করবে ।

    ডিভাইস টা হয়তো 4G connectivity এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে যদি ও টিপস্টার পরিস্কার করে এই ব্যাপারে কিছু বলেননি। তবে এই হ্যান্ড সেটের সফটওয়ার টা Android 11 নাকি Android 12 এ আসবে তার ব্যাপারে কোনও তথ্য আমাদের কাছে নেই ।

    তবে আশা করা যায় Realme 9i 2022 এর জানুয়ারি মাসে লঞ্চ হবে।




Social Media তে আসুন, আগে আপডেট পাবার জন্য । 

কোন মন্তব্য নেই

Feature Post

সামনে এলো Galaxy A23 5G এবং Galaxy A13 5G এর স্পেসিফিকেশন। সম্পূর্ণ তথ্য আপনাদের জন্য।

      অবশেষে Samsung Galaxy A23 5G এবং Galaxy A13 5G স্মার্টফোনের দাম এবং কবে থেকে পাওয়া যাবে সেটা নিশ্চিত করেছে । দুটি স্মার্টফোনই তাইওয়ান...

Popular Post

fpm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
close