চাইনিজ মার্কেটের পর Redmi Note 11 4G র টার্গেট গ্লোবাল মার্কেট। কোনও পার্থক্য থাকবে কী ?

    কিছু সপ্তাহ আগে চায়নার বাজারে লঞ্চ এর পরে Redmi এখন তাদের Redmi Note 11 4G ভ্যারিয়েন্ট টা গ্লোবালি আনার কথা চিন্তা ভাবনা করছে। কিন্তু একজন টিপস্টারের মতে এই গ্লোবাল ভ্যারিয়েন্ট চাইনিজ ভ্যারিয়েন্টের থেকে কিছু টা আলাদা হতে পারে।

    The Pixel এর তথ্য অনুযায়ী  Redmi Note 4G র গ্লোবাল ভ্যারিয়েন্টে থাকবে Qualcomm Snapdragon 680 chipset, যেখানে চাইনিজ ভ্যারিয়েন্টে ছিল MediaTek Helio G88 SoC । এটা Xiaomi এর MediaTek chipset এর প্রোডাকশন শর্টেজর দিকেই ইঙ্গিত করে।

    শুধু তাই নয়, Redmi Note 11 এর গ্লোবাল ভার্সনে ফ্ল্যাট এজ ডিজাইন থাকছে না। Note 11 4G এর ক্ষেত্রে ও তাই। এই স্মার্ট ফোনটা হয়তো Redmi র ট্রাডিশানল বডি ডিজাইন ই ফলো করবে।

    তিনি এও জানাচ্ছেন যে এর দাম হতে পারে $199 যেটা একেবারেই মধ্যবিত্তের সাধ্যের মধ্যে।

    Redmi Note 11 4G এর অন্য ফিচার যেমন 6.5-inch FHD+ LCD ডিসপ্লে উইথ 90Hz refresh রেট, 180Hz touch sampling রেট, 1,500:1 aspect ratio - এইগুলো সব ই এক থাকছে। এর চাইনিজ ভার্সনে ছিল MediaTek Helio G88 chipset উইথ 4/6 GB LPDDR4X RAM আর 128GB স্টোরেজ ।



    ব্যাক এ ছিল ট্রিপল ক্যামেরা সেটআপ , যাতে আছে 50-megapixel প্রাইমারী ক্যামেরা, 8-megapixel ultra wide লেন্স উইথ 120-degree FOV, 2-megapixel ম্যাক্রো ক্যামেরা। সেলফি র জন্য থাকছে 8-megapixel স্ন্যাপার ।

    ফোন এ আছে MIUI 12.5 অপারেটিং সিস্টেম উইথ Android 11। connectivity তে আছে dual-SIM, 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth 5.1, GPS, IR blaster, dual stereo speakers আর 3.5mm audio jack। আছে 5,000mAh ব্যাটারি যেটা 18W ফার্স্ট charging আর 9W রিভার্স charging সাপোর্ট করবে ।


Social Media তে আসুন, আগে আপডেট পাবার জন্য । 

কোন মন্তব্য নেই

Feature Post

সামনে এলো Galaxy A23 5G এবং Galaxy A13 5G এর স্পেসিফিকেশন। সম্পূর্ণ তথ্য আপনাদের জন্য।

      অবশেষে Samsung Galaxy A23 5G এবং Galaxy A13 5G স্মার্টফোনের দাম এবং কবে থেকে পাওয়া যাবে সেটা নিশ্চিত করেছে । দুটি স্মার্টফোনই তাইওয়ান...

Popular Post

fpm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
close