খবর রইলো Realme GT 2 এর । প্রথম ঝলক আপনাদের জন্য।

    

    Realme তাদের Weibo অ্যাকাউন্টে জানিয়েছে যে তারা 4th জানুয়ারি 7:30 pm (local time) এ তাদের Realme GT 2 সিরিজ এর স্মার্ট ফোন গুলো চায়নার বাজার এ লঞ্চ করবে । একই দিনে গ্লোবাল মার্কেটে ও এটি লঞ্চ হবে 11:30 am (UTC+8) নাগাদ। শোনা যাচ্ছে যে এই লঞ্চ ইভেন্টে Realme GT 2 r GT 2 pro এই ফোন দুটো লঞ্চ হবে ।

     চাইনিজ সার্টিফিকেশন সাইট অনুযায়ী Realme GT 2 ফোন টা Realme RMX3310 এই মডেল নাম্বারে আসবে। থাকবে 6.62-inch AMOLED ডিসপ্লে উইথ Full-HD + resolution আর 120Hz refresh রেট । সেলফির জন্য থাকছে 16-megapixel ক্যামেরা আর ব্যাকে 50-megapixel + 8-megapixel + 2-megapixel ট্রিপল ক্যামেরা সেটআপ ।

     GT 2 তে থাকতে পারে Snapdragon 888 মোবাইল প্লাটফর্ম, 12GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ । থাকবে 5,000mAh ব্যাটারি যা 65W ফার্স্ট charging সাপোর্ট করবে ।আর থাকবে dual speaker, x-axis linear motor, in ডিসপ্লে fingerprint স্ক্যানার ।

                       

    অন্য দিকে GT 2 pro তে থাকতে পারে 6.7-inch AMOLED ডিসপ্লে উইথ quad HD +resolution আর 120Hz refresh রেট । এই Snapdragon 8 GEN মডেলে থাকতে পারে 12 GB পর্যন্ত RAM, 1 TB পর্যন্ত স্টোরেজ আর 65W rapid charging। সেলফির জন্য 32-megapixel ফ্রন্ট ক্যামেরা আর ব্যাকে 50-megapixel (Sony IMX766 with OIS) + 50-megapixel ultrawide + telephoto ট্রিপল ক্যামেরা ইউনিট ।

    Pro মডেলে থাকবে কিছু advance features যেমন 150 ডিগ্রি ultrawide স্ন্যাপার, ঋণ antenna array matrix system for stable connectivity আর eco friendly ডিজাইন। তবে এই চায়না নির্মাতা একটা আন্ডার - ডিসপ্লে ক্যামেরা সহ একটি GT 2 pro এর নতুন ভ্যারিয়েন্ট আনবে বলে অনুমান করা হচ্ছে।


Social Media তে আসুন, আগে আপডেট পাবার জন্য । 


কোন মন্তব্য নেই

Feature Post

সামনে এলো Galaxy A23 5G এবং Galaxy A13 5G এর স্পেসিফিকেশন। সম্পূর্ণ তথ্য আপনাদের জন্য।

      অবশেষে Samsung Galaxy A23 5G এবং Galaxy A13 5G স্মার্টফোনের দাম এবং কবে থেকে পাওয়া যাবে সেটা নিশ্চিত করেছে । দুটি স্মার্টফোনই তাইওয়ান...

Popular Post

fpm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
close