কালার পরিবর্তন ব্যাক প্যানেল এর সাথে আসছে ভিভো V23 সিরিজ, সামনে এল দাম



     5th জানুয়ারি ভারতের বাজারে লঞ্চ হবে Vivo V23 সিরিজ। গতকাল Yogesh Brar এর পক্ষ থেকে এই সিরিজের Vivo V23 ও Vivo V23 Pro এর স্পেসিফিকেশন জানা গিয়েছিল। তার মতে ভিভো v3 এর দাম হতে পারে 26,000 টাকা থেকে 29,000 টাকার মধ্যে এবং Vivo V23 Pro এর দাম হতে  পারে 37, 000 টাকা থেকে 40, 000 টাকার মধ্যে। যদিও কিছুক্ষণ পরেই কিছুক্ষণ আপডেটেড দাম সামনে আনেন।

    এই ফোনে Vivo বেশ কিছু আকর্ষণীয় স্পেসিফিকেশন রেখেছে | Vivo V23 এই ফোনে থাকছে 6.4 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, এর সঙ্গে  এখানে থাকছে 90 hz refresh Rate । 4200 Mah এর ব্যাটারি এবং 44 watt ফাস্ট চার্জিং টেকনোলজি ।

    Vivo V23 তে থাকছে 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল Wide Angel এবং দুই মেগাপিক্সেলের Macro ক্যামেরা । অন্যদিকে সেলফির জন্য থাকছে ডুয়েল সেলফি ক্যামেরা । 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেলফি ক্যামেরা এবং থাকছে 8 মেগাপিক্সেল এর আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স  । এছাড়া এখানে প্রসেসর হিসেবে ব্যবহার করা হবে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 920 চিপসেট । 

    অন্যদিকে Vivo V23 Pro এই ফোনে থাকছে 108 মেগাপিক্সেল এর প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল wide angel এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা । সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেলফি এবং 8 মেগাপিক্সেল Wide angel lens ।  এবং এখানে ইউজ করা হচ্ছে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি ১২০০ চিপসেট । এবং এই ফোনে আরও একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে থাকবে 6.5 ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড Curved ডিসপ্লে, এর সঙ্গে থাকবে 4300 mah ব্যাটারি এবং 44 watt চার্জিং সাপোর্ট । 

Credit : Ishan Agarwal twitter
    তবে সব কিছুকে পেছনে ফেলে এই ফোনের সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে Vivo V23 Pro ফোনে ভিভো কালার চেঞ্জিং ব্যাক প্যানেল ব্যবহার করছে এই টেকনোলজি অলরেডি আমরা Oppo র কাছে পেয়েছিলাম । এটা সূর্যের আলোয় বা তীব্র আলোয় কালার চেঞ্জ হয়ে যায় অর্থাৎ একটি ফোনে আপনি দুটো কালার ভেরিয়েন্ট এভেলেবেল পেয়ে যাবেন |


বিস্তারিত এই টেকনোলজি সম্পর্কে জানার জন্য নিচের ভিডিওতে ক্লিক করুন ঃ 


     টিপস্টার এর তথ্য অনুযায়ী Vivo V23 আর Vivo V23 Pro এর দাম 30,000 থেকে 45,000 টাকার মধ্যে থাকবে। এর মধ্যে কিন্তু V23e এর কোনও উল্লেখ নেই।

    মনে করা হচ্ছে Vivo V23 এর দাম 31,000- 32,000 টাকার মধ্যে আর 40,000-42,000 টাকার মধ্যে থাকবে। এগুলো 8GB /12GB RAM আর 128GB /256GB স্টোরেজ ভ্যারিয়েন্টে আসতে পারে। অন্য দিকে sunshine gold আর stardast black color অপশন এ আসবে ।


    প্রসঙ্গত জানিয়ে রাখি Vivo V23 সিরিজের ল্যান্ডিং পেজে কিছুদিন ধরে Vivo ইন্ডিয়ার ওয়েবসাইটে লাইভ রয়েছে। অন্যদিকে ফ্লিপকার্টে ফোনটির একটি মাইক্রো সাইট লক্ষ করা গেছে। অতএব ধরে নেওয়া যেতে পারে যে ফোনগুলি অফলাইন স্টোর, ভিভো অনলাইন স্টোর আর ফ্লিপকার্ট থেকে পাওয়া যাবে।

Social Media তে আসুন, আগে আপডেট পাবার জন্য । 





কোন মন্তব্য নেই

Feature Post

সামনে এলো Galaxy A23 5G এবং Galaxy A13 5G এর স্পেসিফিকেশন। সম্পূর্ণ তথ্য আপনাদের জন্য।

      অবশেষে Samsung Galaxy A23 5G এবং Galaxy A13 5G স্মার্টফোনের দাম এবং কবে থেকে পাওয়া যাবে সেটা নিশ্চিত করেছে । দুটি স্মার্টফোনই তাইওয়ান...

Popular Post

fpm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
close