লঞ্চ হল Vivo Y32 । আপনি কবে হাতে পাবেন?
Vivo Y32 কে প্রথম নভেম্বরের শেষের দিকে TEENA সার্টিফিকেশন সাইটে দেখা গেছে । ডিসেম্বরের শুরুতে এই ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ করা হয়। অবশেষে তার কিছু সপ্তাহ পরে ফোনটা চাইনিজ মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হয়েছে ।সদ্য লঞ্চ হওয়া এই প্রিমিয়াম ফোনে আছে glossy plastic finish । 164.2 ×76.08 ×8mm এই ফোনের ওজন মাত্র 182 গ্রাম আর এতে আছে দুটো কালার অপশন - Harumi blue and Foggy night ।
এর মূল আকর্ষণ এর Qualcomm Snapdragon 680 SoC যা এই chipset এ লঞ্চ হওয়া বিশ্বের প্রথম স্মার্ট ফোন।
ফোনে আছে 8GB LPDDR4X RAM আর 128GB UFS 2.1 স্টোরেজ । দরকার মত একে মাইক্রো SD কার্ডের মাধ্যমে 1TB পর্যন্ত বাড়ানো যাবে।
সাথে থাকছে 6.51-inch LCD প্যানেল উইথ 1600× 720 pixels HD+ resolution, 16.9 মিলিয়ন কালার, 60Hz refreash রেট, 1500:1 contrast ratio ডিসপ্লে, 89% স্ক্রিন টু বডি ratio, 20:9 aspect ratio আর dewdrop notch ।ব্যাকে থাকছে 13MP +2MP dual ক্যামেরা সেট আপ আর ফ্রন্টে 8MP স্ন্যাপার।
Connectivity তে থাকছে dual-sim, 4G, dual-band Wi-Fi Bluetooth 5.0, GNSS, USB TYPE-C পোর্ট, আর 3.5mm হেড ফোন জ্যাক । সবরকম দরকারী সেন্সর যেমন acc
Connectivity তে থাকছে dual-sim, 4G, dual-band Wi-Fi Bluetooth 5.0, GNSS, USB TYPE-C পোর্ট, আর 3.5mm হেড ফোন জ্যাক । সবরকম দরকারী সেন্সর যেমন accelerometer, ambient light sensor, proximity sensor, compass, side-mounted fingerprint সেন্সর।
এই Vivo Y32 তে আছে origin OS based Android 11 আর 5,000mAh ব্যাটারি যা 18W ফার্স্ট charging সাপোর্ট করবে ।
চায়নার বাজারে এর দাম রাখা হয়েছে ¥1,399 ($219) । যদি ও বিশ্ব বাজারে এটা কবে পাওয়া যাবে এই বিষয়ে কোনও তথ্য আমাদের কাছে নেই ।
Social Media তে আসুন, আগে আপডেট পাবার জন্য ।
Facebook Page | : | |
Instagram Page | : | |
Youtube Link | : | |
Twitter | : | |
Telegram | : |
কোন মন্তব্য নেই