লঞ্চ হল Vivo Y32 । আপনি কবে হাতে পাবেন?

 


     Vivo Y32 কে প্রথম নভেম্বরের শেষের দিকে TEENA সার্টিফিকেশন সাইটে দেখা গেছে । ডিসেম্বরের শুরুতে এই ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ করা হয়। অবশেষে তার কিছু সপ্তাহ পরে ফোনটা চাইনিজ মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হয়েছে ।সদ্য লঞ্চ হওয়া এই প্রিমিয়াম  ফোনে আছে glossy plastic finish । 164.2 ×76.08 ×8mm এই ফোনের ওজন মাত্র 182 গ্রাম আর এতে আছে দুটো কালার অপশন - Harumi blue and Foggy night ।

     এর মূল আকর্ষণ এর Qualcomm Snapdragon 680 SoC যা এই chipset এ লঞ্চ হওয়া বিশ্বের প্রথম স্মার্ট ফোন।

    ফোনে আছে 8GB LPDDR4X RAM আর 128GB UFS 2.1 স্টোরেজ । দরকার মত একে মাইক্রো SD কার্ডের মাধ্যমে 1TB পর্যন্ত বাড়ানো যাবে।

    সাথে থাকছে 6.51-inch LCD প্যানেল উইথ 1600× 720 pixels HD+ resolution, 16.9 মিলিয়ন কালার, 60Hz refreash রেট, 1500:1 contrast ratio ডিসপ্লে, 89% স্ক্রিন টু বডি ratio, 20:9 aspect ratio আর dewdrop notch ।ব্যাকে থাকছে 13MP +2MP dual ক্যামেরা সেট আপ আর ফ্রন্টে 8MP স্ন্যাপার।

    Connectivity তে থাকছে dual-sim, 4G, dual-band Wi-Fi Bluetooth 5.0, GNSS, USB TYPE-C পোর্ট, আর 3.5mm হেড ফোন জ্যাক । সবরকম দরকারী সেন্সর যেমন acc

     Connectivity তে থাকছে dual-sim, 4G, dual-band Wi-Fi Bluetooth 5.0, GNSS, USB TYPE-C পোর্ট, আর 3.5mm হেড ফোন জ্যাক । সবরকম দরকারী সেন্সর যেমন accelerometer, ambient light sensor, proximity sensor, compass, side-mounted fingerprint সেন্সর।

     এই Vivo Y32 তে আছে origin OS based Android 11 আর 5,000mAh ব্যাটারি যা 18W ফার্স্ট charging সাপোর্ট করবে ।

     চায়নার বাজারে এর দাম রাখা হয়েছে ¥1,399 ($219) । যদি ও বিশ্ব বাজারে এটা কবে পাওয়া যাবে এই বিষয়ে কোনও তথ্য আমাদের কাছে নেই ।


Social Media তে আসুন, আগে আপডেট পাবার জন্য । 

কোন মন্তব্য নেই

Feature Post

সামনে এলো Galaxy A23 5G এবং Galaxy A13 5G এর স্পেসিফিকেশন। সম্পূর্ণ তথ্য আপনাদের জন্য।

      অবশেষে Samsung Galaxy A23 5G এবং Galaxy A13 5G স্মার্টফোনের দাম এবং কবে থেকে পাওয়া যাবে সেটা নিশ্চিত করেছে । দুটি স্মার্টফোনই তাইওয়ান...

Popular Post

fpm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
close