লঞ্চ হল বহু প্রতীক্ষিত Infinix Zero 5G | কত দাম ? কি আছে? আসুন দেখে নি

     

    অবশেষে আজ লঞ্চ হল বহু প্রতীক্ষিত Infinix Zero 5G | ফোনটিতে বেশ কিছু আকর্ষণীয় স্পেসিফিকেশান দেওয়া আছে । আসুন এক নজরে দেখে নি কি আছে ফোন টিতে ।

    

Full Specification :

6.78" FHD+ IPS LTPS LCD display
- Dimensity 900
UFS 3.1
LPDDR5
- 5000mAh batterywith 33 watt charging via USB Type C
- 48MP+13MP+2MP rear
- 16MP front
- WiFi 6
- 3.5mm audio jack
- Android 11
- 8.7mm thick
- 199 gram

   Infinix Zero 5G LPDDR5 RAM এবং UFS 3.1 ইন্টারনাল স্টোরেজে আছে । এর ডিসপ্লেতে আছে 120Hz রিফ্রেশ রেট সহ একটি FHD+ 6.67-ইঞ্চি IPS panel ।

    ক্যামেরা বিভাগে, পিছনের ট্রিপল-লেন্স সেটআপে উপরে আছে একটি 48MP AI প্রাথমিক সেন্সর । পাওয়ার বোতামে এমবেড করা একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে ।

    স্মার্টফোনটি চলবে Android 11 অপারেটিং সিস্টেমে যার উপরে থাকবে XOS । থাকবে  5,000mAh ব্যাটারি  এবং সম্ভবত 33W দ্রুত চার্জিং সমর্থন করবে।

    Infinix Zero 5G দুটি রঙের বিকল্পে এসেছে - কমলা এবং কালো। 

   দাম কত রাখা হল ?

    ইন্দিয়াতে দাম রাখা হয়েছে 8GB+128GB ₹19,999, খুব শিগ্রই এটি বাংলাদেশে যাবে, বাংলাদেশে ২৭০০০ টাকা দাম রাখা হতে পারে । 

     এই ধরনের টাটকা খবর গুলো সবার আগে পেতে আমাদের Social Media handel গুলোতে যুক্ত হন, নিচের লিঙ্কে ক্লিক করে | 

Social Media তে আসুন, আগে আপডেট পাবার জন্য । 


কোন মন্তব্য নেই

Feature Post

সামনে এলো Galaxy A23 5G এবং Galaxy A13 5G এর স্পেসিফিকেশন। সম্পূর্ণ তথ্য আপনাদের জন্য।

      অবশেষে Samsung Galaxy A23 5G এবং Galaxy A13 5G স্মার্টফোনের দাম এবং কবে থেকে পাওয়া যাবে সেটা নিশ্চিত করেছে । দুটি স্মার্টফোনই তাইওয়ান...

Popular Post

fpm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
close