লোক হাসিয়ে মিড বাজেটে হাজির Nokia G21 |



    AMD NOKIA আজকে গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছে তাদের মধ্য বাজেটে একটি স্মার্টফোন NOKIA G21 | দাম রাখা হয়েছে 170 ইউরো এবং ইন্ডিয়াতে কনভার্ট করলে যা দাড়ায় প্রায় 14 হাজার 500 রুপি বাংলাদেশ স্মার্ট ফোনটাকে প্রায় 18 হাজার টাকায় পাওয়া যাবে | আসুন এক নজরে এই ফোনটির স্পেসিফিকেশন দেখে নি


Nokia G21 launched for €170 (~14,500)

Unisoc T606

4GB RAM, 64GB/128GB storage

6.5-inch HD+ 90Hz IPS LCD

50MP + 2MP + 2MP

Android 11

5,050mAh battery

10W ultra pro plus fast charging

    স্পেসিফিকেশন শুনে আপামর নোকিয়া লাভাররা ভেঙে পড়েছেন | কারণ আজকের দিনে এই দামে এই স্পেসিফিকেশন বড়ই বেমানান | আজকের দিনে অন্যান্য কোম্পানি যেখানে ফুল এইচডি প্লাস ডিসপ্লে দিচ্ছে সেখানে নোকিয়া এই দামে দিচ্ছে এইচডি প্লাস ডিসপ্লে, এছাড়াও রয়েছে মাত্র 10 ওয়াট এর ফাস্ট চার্জার কখনোই এই দামে মেনে নেওয়া যায় না | এরপর আপনি এই স্মার্টফোন কিনবেন কিনা সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে | 

    এই ধরনের টাটকা খবর গুলো সবার আগে পেতে আমাদের Social Media handel গুলোতে যুক্ত হন, নিচের লিঙ্কে ক্লিক করে | 

Social Media তে আসুন, আগে আপডেট পাবার জন্য । 

কোন মন্তব্য নেই

Feature Post

সামনে এলো Galaxy A23 5G এবং Galaxy A13 5G এর স্পেসিফিকেশন। সম্পূর্ণ তথ্য আপনাদের জন্য।

      অবশেষে Samsung Galaxy A23 5G এবং Galaxy A13 5G স্মার্টফোনের দাম এবং কবে থেকে পাওয়া যাবে সেটা নিশ্চিত করেছে । দুটি স্মার্টফোনই তাইওয়ান...

Popular Post

fpm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
close