লঞ্চ হল Oneplus Nord CE 2 5G । পিছিয়ে পরল অনেকটাই ।

    


    আজ ভারতে লঞ্চ করা হল Oneplus Nord CE 2 5G । দাম রাখা হল ঃ ২৩৯৯৯ রুপি । এই ফোন সরাসরি চ্যালেঞ্জ করবে Realme 9 Pro+ এবং Redmi Note 11 Pro Max এর সাথে | কিন্তু বেশ কিছু জায়গায় এই স্মার্টফোনটি ওই দুটি স্মার্টফোনের থেকে পিছিয়ে যাচ্ছে | আমরা আজকে সেগুলো নিয়ে আলোচনা করব | 

OnePlus Nord CE 2 5G launched in India ঃ

- 6.43" FHD+ AMOLED display, 90Hz refresh rate

- Dimensity 900

- 64MP+8MP+2MP

- 16MP

- 4500mAh battery 65 watt charging

- LPDDR4X

- UFS 2.2

- 3.5mm audio jack

OnePlus Nord CE 2 5G দুর্বল দিক ঃ

১. এখানে Oneplus ফোনের অন্যতম আকর্ষণ Alert slider থাকছে না ।
২. এই দামে ১২০ hz Refresh Rate পাওয়া উচিত ছিল ।
৩. এই ফোন কোন ডুয়েল স্পিকার নেই ।
৪. এই ফোন ডিজাইনে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে ।
৫. ফোনের ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে Omnivison sensor, এটি ক্যামেরা দিক থেকেও অনেকটা পিছিয়ে এই দামের অন্য স্মার্ট ফোন গুলি থেকে । 
৬. এই ফোনের ডিসপ্লে brightness এও বেশ কিছুটা হতাশ করেছে ।  

 Social Media তে আসুন, আগে আপডেট পাবার জন্য । 

কোন মন্তব্য নেই

Feature Post

সামনে এলো Galaxy A23 5G এবং Galaxy A13 5G এর স্পেসিফিকেশন। সম্পূর্ণ তথ্য আপনাদের জন্য।

      অবশেষে Samsung Galaxy A23 5G এবং Galaxy A13 5G স্মার্টফোনের দাম এবং কবে থেকে পাওয়া যাবে সেটা নিশ্চিত করেছে । দুটি স্মার্টফোনই তাইওয়ান...

Popular Post

fpm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
close