Internet Speed Boost Tips : নেটওয়ার্ক দুর্বল, মেনে চলুন এই শর্তগুলি ফল পাবেন হাতেনাতে

    

    মোবাইল নেটওয়ার্ক যেখানে 5G হতে চলেছে সেখানে  স্লো মোবাইল ইন্টারনেট স্পিডের সমস্যা এখনো বর্তমান । ফলত সাম্প্রতিক সময়েও মোবাইল ডেটা ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে গিয়ে, ইউটিউব ভিডিও দেখতে গিয়ে, কোনো ওয়েবসাইট খুলতে গিয়ে বা কিছু ডাউনলোড করার চেষ্টা করতে গিয়ে মুস্কিলে পড়তে হচ্ছে। সেক্ষেত্রে আপনিও যদি উল্লিখিত সমস্যার সন্মুখীন হন এবং আপনার মোবাইল ইন্টারনেটের স্পিড বাড়াতে চান তবে এই প্রতিবেদনটি আপনার জন্য। কিছু টিপস এবং কৌশল অনুসরণ করে আপনি সহজেই মোবাইল ইন্টারনেটের স্পিড বাড়াতে পারবেন।  আসুন পদ্ধতিগুলো বিস্তারিতভাবে জেনে নিই…

১. ক্যাশ মেমরি সাফ : 

এমনিতে ক্যাশে আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজের জায়গা বাড়ায়। কিন্তু এটি আপনার মোবাইল ইন্টারনেটের গতিও ধীর করতে পারে। তাই আপনি যদি দীর্ঘদিন ধরে ক্যাশ  মেমরি সাফ না করে থাকেন তবে অবশ্যই এগুলি ক্লিয়ার করুন যা আপনার ইন্টারনেটের গতি বাড়িয়ে দেবে।

২. অ্যাপ্লিকেশন বন্ধ করা: 

স্মার্টফোনের ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপ একসাথে খোলা থাকলে এর প্রভাব অনেক সময় ইন্টারনেট স্পিডের ওপর পরে। সেক্ষেত্রে এই অ্যাপগুলি বন্ধ করে চেষ্টা করে ইন্টারনেটের স্পিড বাড়াতে পারেন।

৩. অটো অ্যাপ আপডেট বন্ধ করা:

অটো অ্যাপ আপডেট আপনার স্মার্টফোনের ইন্টারনেট স্পিড হ্রাসের আরো একটি কারণ। তাই সবসময় অ্যাপ্লিকেশন ম্যানুয়ালি আপডেট করার চেষ্টা করুন৷

 ৪. নেটওয়ার্ক সেটিংস রিসেট করা:

নেটওয়ার্ক সেটিংসের সমস্যা  ইন্টারনেটের স্পিড কমার অন্যতম কারণ। এটিকে নিয়ন্ত্রণে রাখতে মোবাইল নেটওয়ার্ক বা কানেক্টিভিটি সেটিংসে যান। এরপর অপারেটর সেকশনে গিয়ে ‘অটো সিলেক্ট’ অপশনটি বন্ধ করে ম্যানুয়ালি অপারেটর বেছে নিন এবং নেটওয়ার্ক সেট আপ করুন।

    এই ধরনের টাটকা খবর গুলো সবার আগে পেতে আমাদের Social Media handel গুলোতে যুক্ত হন, নিচের লিঙ্কে ক্লিক করে | 

Social Media তে আসুন, আগে আপডেট পাবার জন্য । 

কোন মন্তব্য নেই

Feature Post

সামনে এলো Galaxy A23 5G এবং Galaxy A13 5G এর স্পেসিফিকেশন। সম্পূর্ণ তথ্য আপনাদের জন্য।

      অবশেষে Samsung Galaxy A23 5G এবং Galaxy A13 5G স্মার্টফোনের দাম এবং কবে থেকে পাওয়া যাবে সেটা নিশ্চিত করেছে । দুটি স্মার্টফোনই তাইওয়ান...

Popular Post

fpm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
close