জলের দরে ফ্লাগশিপ ফোন কেনার সুযোগ, এগিয়ে আসছে Great Amazon Festivals Sale, , এ সুযোগ হাতছাড়া করবেন না ।
আমাজন এ শুরু হতে চলেছে Great Amazon Festivals Sale । সেল শুরু হবে 3rd October থেকে । এই সেলে থাকবে সমস্ত প্রোডাক্ট এর উপর আকর্ষিণীয় ছাড়, তা সে বাজেট ফোন-ই হোক বা ফ্লাগশিপ, হোক পাওয়ার ব্যাঙ্ক বা অনান্য ইলেক্ট্রিক্যাল গেজেট । আজ আমরা ফ্লাগশিপ ফোন গুলির লিস্ট দেখে নেবো, যেগুলো জলের দরে পাওয়া যাবে ।
একসময়ের Samsung এর এই ফ্লাগশিপ ফোন টি পাওয়া যাবে মাত্র ৪৪৯৯৯/- টাকায়, এই ফোনে আছে Dynamic Amoled ডিসপ্লে । 64 megapixel এর ত্রিপল রেয়ার ক্যামেরা, 12 MP Telephoto লেন্স, 12 MP Ultra wide angel লেন্স । এছাড়া থাকছে ফ্লাগশিপ প্রসেসর Exynos 990, যদিও এতে কোনও 5G সাপোর্ট থাকছে না । এই ফোন টির সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন "Buy Now" লিঙ্কে । পছন্দ হলে কিনেও ফেলতে পারেন, কারন এটি সত্যিই একটি দারুন অফার ।
২. Samsung Galaxy Note 20 Ultra 5G :
একসময়ের Samsung এর এই ফ্লাগশিপ ফোন টি পাওয়া যাবে মাত্র ৬৯৯৯৯/- টাকায়, এই ফোনে আছে Dynamic Amoled ডিসপ্লে । ১০৮ megapixel এর ত্রিপল রেয়ার ক্যামেরা, 12 MP Telephoto লেন্স, 12 MP Ultra wide angel লেন্স । এছাড়া থাকছে ফ্লাগশিপ প্রসেসর Qualcom snapdragon 865+, এই ফোনে থাকছে 5G সাপোর্ট । এই ফোন টির সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন "Buy Now" লিঙ্কে । পছন্দ হলে কিনেও ফেলতে পারেন, কারন এটি সত্যিই একটি দারুন অফার ।
Samsung কিছুদিন আগেই তাদের Fan Boy দের কথা মাথায় রেখে লঞ্চ করেছিল এই ফোনটি । এটা মূলত Samsung এর সবথেকে কম দামী একটি ফ্লাগশিপ কিলার ফোন । এই ফোনে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 865 প্রসেসর । এছাড়া রয়েছে 5G সাপোর্ট । এছাড়া এই ফোনে দেওয়া হয়েছে Amoled ডিসপ্লে, ১২০ hz রিফ্রেশ রেট । এই ফোন টি শোনা যাচ্ছে এই অফারে ৪০০০০/- টাকার নিচেই পাওয়া যাবে ।
এই ফোন টির সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন "Buy Now" লিঙ্কে ।
৪. Iphone 11 :
আমাদের সবার স্বপ্ন Apple এর ফোন কেনা । আর এবার সত্যি হতে চলেছে সেই স্বপ্নই । কারন এই সেলে আপনি পাবেন খুব ই কম দামে আইফোন কেনার সুযোগ । যেহেতু Iphone 13 সিরিজ লঞ্চ হয়ে গেছে তাই দাম কমতে চলেছে Iphone 11 এবং Iphone 12 সিরিজের ফোন গুলির । সবথেকে সেরা অফার পাওয়া যাবে Iphone 11 এবং আইফোন XR ফোনে । আইফোন ১১ মিলবে মাত্র ৩৮৯৯০ টাকায় । এই ফোন টির সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন "Buy Now" লিঙ্কে ।
৫. Oneplus 9 Pro :
Oneplus লঞ্চ করে তাদের এই বছরের ফ্লাগশিপ সিরিজ Oneplus 9 সিরিজ । এই সিরিজের অন্তর্গত ৩ টি ফোন, সব ফোন গুলি ই কিন্তু অফারে বেশ কিছু টা কম দামে পাওয়া যাবে । Oneplus 9 Pro তে আছে Qualcomm Snapdragon 888 প্রসেসর, এছাড়া আছে 6.7 Inches 120Hz Fluid AMOLED ডিসপ্লে, রয়েছে Quad রেয়ার ক্যামেরা, 48 Primary + 50 MP ultrawide + 8 MP Telepoto Lens, 2 MP Monochorme Lens, এবং সেলফি তোলার জন্য থাকছে 16 MP Front Camera । এই অফারে ফোনটি ৪৫ হাজার টাকার কমেই পাওয়া যাবে ।
৬. Oneplus 9 :
Oneplus 9 তে আছে Qualcomm Snapdragon 888 প্রসেসর, এছাড়া আছে 6.55 Inches Fluid AMOLED ডিসপ্লে, রয়েছে ত্রিপল রেয়ার ক্যামেরা, 48 Primary + 50 MP ultrawide + 2 MP Monochorme Lens, এবং সেলফি তোলার জন্য থাকছে 16 MP Front Camera । ব্যাটারি থাকছে ৪৫০০ mah এবং থাকবে ৬৫ ওয়াট ফাস্ট চার্জার । অফারে ফোনটি ৪০ হাজার টাকার কমেই পাওয়া যাবে ।
৭. Oneplus 9R :
Oneplus 9R তে আছে Qualcomm Snapdragon 870 প্রসেসর, এছাড়া আছে 6.55 Inches Fluid AMOLED ডিসপ্লে, রয়েছে QUAD রেয়ার ক্যামেরা, 48 Primary + 16 MP ultrawide + 5 MP Macro Lens + 2 MP Monochrome, এবং সেলফি তোলার জন্য থাকছে 16 MP Front Camera । ব্যাটারি থাকছে ৪৫০০ mah এবং থাকবে ৬৫ ওয়াট ফাস্ট চার্জার । অফারে ফোনটি ৩৫ হাজার টাকার কমেই পাওয়া যাবে ।
৮. Vivo X60 Pro :
Vivo কিছু দিন আগেই লঞ্চ করেছিল তাদের এই জনপ্রিয় ফ্লাগশিপ ফোন টি । এই ফোনে আছে ৬.৫৬ ইঞ্চি FHD+ Amoled ডিসপ্লে । এছাড়া এই ফোনে আছে Qualcomm Snapdragon 870 প্রসেসর, রয়েছে ৩ টি ক্যামেরা । 48MP+13MP+13MP Rear Camera | 32MP Selfie Camera ।
৯. MI 11X Pro :
শাওমির এই ফোনটি মূলত সব থেকে কম দামী একটা ফ্লাগশিপ ফোন । এতে রয়েছে ৬.৬৭ ইঞ্চি 120Hz high refresh rate FHD+ (1080x2400) AMOLED ডিসপ্লে । আছে Qualcomm Snapdragon ৮৮৮ প্রসেসর । এছাড়া রয়েছে 4520 mAH ব্যাটারি সাথে 33W ফাস্ট চার্জার । ক্যামেরা হিসাবে আছে 108 MP Triple Rear camera সাথে 8MP Ultra-wide এবং 5MP Super macro এছাড়া আছে 20 MP Front camera ।
১০. Iqoo 7 :
Iqoo এর তরফ থেকে এটি আরও একটি বাজার কাপানো ফোন । এতে আছে Qualcomm Snapdragon ৮৭০ প্রসেসর । ডিসপ্লে হিসাবে থাকছে ৬.৬২ ইঞ্চি 120Hz high refresh rate FHD+ (1080x2400) AMOLED । এছাড়া ক্যামেরা হিসাবে থাকছে ৪৮ MP Triple Rear camera সাথে ১৩ MP Ultra-wide এবং ২ MP macro এছাড়া আছে 20 MP Front camera ।
১১. Realme GT :
Realme র এই ফ্লাগশিপ ফোনটি খুবই আলোচিত একটি ফোন । এতে থাকছে ৬.৪৩ ইঞ্চি 120Hz high refresh rate FHD+ (1080x2400) AMOLED। এতে আছে Qualcomm Snapdragon ৮৮৮ প্রসেসর । ছাড়া ক্যামেরা হিসাবে থাকছে ৬৪ MP Triple Rear camera সাথে ৮ MP Ultra-wide এবং ২ MP macro এছাড়া আছে ১৬ MP Front camera । ব্যাটারি থাকছে ৪৫০০ Mah এবং থাকছে ৫৫ ওয়াট ফাস্ট চার্জার ।
Social Media তে আসুন, আগে আপডেট পাবার জন্য ।
Facebook Page | : | |
Instagram Page | : | |
Youtube Link | : | |
Twitter | : | |
Telegram | : |
কোন মন্তব্য নেই