সামনে এল নতুন আর একটি Iqoo ফোনের কম দামে ফ্লাগশিপ স্পেসিফিকেশান । কি থাকছে ?
একটা নতুন iQOO ফোন যার মডেল নাম্বার V2136GA তাকে চায়না এর TENAA সার্টিফিকেশন সাইটে দেখা গেছে । এর থেকে সেট টির পুরো চিত্র আর স্পেসিফিকেশন সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। একই সাথে এর অন্য একটা ভ্যারিয়েন্ট V2136A মডেল নাম্বার এর সেট TENAA তে দেখা গেছে যাতে শুধু এর ছবি টাই সামনে এসেছে।
IQOO V2136GA এর measure 159.06 × 75.14 × 8.63 আর ওয়েট 199.9 গ্রাম। আছে 6.56-inch AMOLED ডিসপ্লে যার মাঝে আছে punch-hole। এতে থাকবে 1080×2376 pixels resolution আর in ডিসপ্লে fingerprint স্ক্যানার ।
এতে থাকছে 3GHz octa-core প্রসেসর উইথ Dimensity 1200 chipset । এতে ভ্যারিয়েন্ট গুলি হল 8GB /12GB RAM আর 128GB /256GB /512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ । এতে থাকবে Android 11 OS ।
এর ফ্রন্ট ক্যামেরা হল 16-megapixel আর ব্যাক এ থাকছে 48-megapixel +13-megapixel +13-megapixel ট্রিপল ক্যামেরা ইউনিট । এটা হয়তো 120W ফার্স্ট charging সাপোর্ট করবে ।
V2136A মডেল এ থাকতে পারে তিনটি কালার racing stripes of the BMW M motorsports । শোনা যাচ্ছে V2136A/GA ফোন দুটি iQOO Neo ফোন হিসেবে অক্টোবর মাসে লঞ্চ হবে।
Social Media তে আসুন, আগে আপডেট পাবার জন্য ।
Facebook Page | : | |
Instagram Page | : | |
Youtube Link | : | |
Twitter | : | |
Telegram | : |
কোন মন্তব্য নেই