জানা গেলো Samsung Galaxy F42 এর ইন্ডিয়া এর লঞ্চ ডেট । আসুন জেনে নি।
Flipkart এর একটি খবর থেকে জানা যাচ্ছে যে Samsung তাদের Galaxy F42, 29th সেপ্টেম্বর ইন্ডিয়া বাজারে আনতে পারে। এটি Flipkart এর বহু প্রতীক্ষিত "Big billion days sale" এর সময়ে লঞ্চ হতে পারে। Samsung র অফিসিয়াল ওয়েবসাইট এ এটি লাইভ হয়। কিছু বৈশিষ্ট্য দেখে মনে হচ্ছে Samsung Galaxy Wide5, galaxy F42 নামে ইন্ডিয়া তে লঞ্চ হবে ।
Wide5 এ ছিল 64-megapixel (প্রাইমারী সেন্সর ) +5-megapixel (আল্ট্রাওয়াইড লেন্স উইথ 115 ডিগ্রি field of view) +2-megapixel depth ইউনিট আর 8-megapixel ফ্রন্ট ক্যামেরা। আছে 5G, 4G, LTE, dual-band Wi-Fi, Bluetooth, GPS, USB TYPE-C পোর্ট আর 5,000mAh ব্যাটারি যা 15W ফার্স্ট charging সাপোর্ট করে।
Samsung Galaxy wide5 এর দাম ছিল KRW 449,900(Rs 28,200 টাকা র মতো )। তবে আশা করা যায় Galaxy F42 এর দাম ইন্ডিয়া এর বাজার এ আরও কিছু কম হবে আর তার উপর ব্যাংক এর অফার apply হলে দাম আরও কমবে।
Social Media তে আসুন, আগে আপডেট পাবার জন্য ।
Facebook Page | : | |
Instagram Page | : | |
Youtube Link | : | |
Twitter | : | |
Telegram | : |
কোন মন্তব্য নেই