Vivo লঞ্চ করতে চলেছে মিড বাজেটে একটি রহস্যময় ফোন ।
গত বছর vivo ফোন যার মডেল নাম্বার V2130A আর এর ভ্যারিয়েন্ট V2131A কে কিছু specifications এর সাথে গুগল প্লে console এ লক্ষ করা গেছিলো। এর লিস্টিং থেকে জানা যায় যে এই দুটি সেট এ থাকবে Dimensity 900 chipset । আজ V2130A চায়না এর TENAA টেলিকম এ অ্যাপ্রুভড হয়েছে। এই certification থেকে এর বেশ কিছু specifications এর ব্যাপারে জানা জানা গিয়েছে।
এই রহস্যময় V2130A Vivo স্মার্টফোন টির dimensions 160.87 ×74.28× 7.49mm আর ওয়েট 175 grams । এটি তিন টি কালার অপশন এ আসতে পারে - mirror black, cyan, আর লাইট। যদি ও এই ফোন কেমন দেখতে তা স্পষ্ট নয় কারণ এটি এখনও TENAA লিস্টিং এ পাওয়া যাচ্ছে না।
এই সেট টি 6GB, 8GB আর 12GB ভ্যারিয়েন্টে চায়না তে আসবে । স্টোরেজ ভ্যারিয়েন্টে এ থাকবে 128GB আর 256GB। থাকবে Android 11 OS ।
V2130A তে থাকবে 6.44-inch AMOLED ডিসপ্লে । সিকিউরিটির জন্য থাকছে in-screen fingerprint স্ক্যানার । থাকছে 3,970mAh এর ব্যাটারি আর 2.4GHz এর octa-core প্রসেসর।
V2130A তে ব্যাক এ থাকছে 64-megapixel প্রাইমারী ক্যামেরা, 8-megapixel সেকেন্ডারী লেন্স । ভিডিও কল আর সেলফি এর জন্য থাকছে 32-megapixel ফ্রন্ট ক্যামেরা ।
কোন মন্তব্য নেই