Vivo লঞ্চ করতে চলেছে মিড বাজেটে একটি রহস্যময় ফোন ।

        


        গত বছর vivo ফোন যার মডেল নাম্বার V2130A আর এর ভ্যারিয়েন্ট V2131A কে কিছু specifications এর সাথে গুগল প্লে console এ লক্ষ করা গেছিলো। এর লিস্টিং থেকে জানা যায় যে এই দুটি সেট এ থাকবে Dimensity 900 chipset । আজ V2130A চায়না এর TENAA টেলিকম এ অ্যাপ্রুভড হয়েছে। এই certification থেকে এর বেশ কিছু specifications এর ব্যাপারে জানা জানা গিয়েছে।

       এই রহস্যময় V2130A Vivo স্মার্টফোন টির dimensions 160.87 ×74.28× 7.49mm আর ওয়েট 175 grams । এটি তিন টি কালার অপশন এ আসতে পারে - mirror black, cyan, আর লাইট। যদি ও এই ফোন কেমন দেখতে তা স্পষ্ট নয় কারণ এটি এখনও TENAA লিস্টিং এ পাওয়া যাচ্ছে না।


        এই সেট টি 6GB, 8GB আর 12GB ভ্যারিয়েন্টে চায়না তে আসবে । স্টোরেজ ভ্যারিয়েন্টে এ থাকবে 128GB আর 256GB। থাকবে Android 11 OS ।

        V2130A তে থাকবে 6.44-inch AMOLED ডিসপ্লে । সিকিউরিটির জন্য থাকছে in-screen fingerprint স্ক্যানার । থাকছে 3,970mAh এর ব্যাটারি আর 2.4GHz এর octa-core প্রসেসর।

        V2130A তে ব্যাক এ থাকছে 64-megapixel প্রাইমারী ক্যামেরা, 8-megapixel সেকেন্ডারী লেন্স । ভিডিও কল আর সেলফি এর জন্য থাকছে 32-megapixel ফ্রন্ট ক্যামেরা ।

কোন মন্তব্য নেই

Feature Post

সামনে এলো Galaxy A23 5G এবং Galaxy A13 5G এর স্পেসিফিকেশন। সম্পূর্ণ তথ্য আপনাদের জন্য।

      অবশেষে Samsung Galaxy A23 5G এবং Galaxy A13 5G স্মার্টফোনের দাম এবং কবে থেকে পাওয়া যাবে সেটা নিশ্চিত করেছে । দুটি স্মার্টফোনই তাইওয়ান...

Popular Post

fpm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
close