Realme লঞ্চ করতে চলেছে তাদের নতুন বাজি Realme GT Neo 2, সামনে এলো লঞ্চ তারিখ ও বৈশিষ্ট্য
সেপ্টেম্বর 22 এ দুপুর 2 টা নাগাদ relame তাদের Realme GT Neo2 আনতে চলেছে । এই সেট টি এই বছরের শুরুতে লঞ্চ হওয়া Realme GT Neo এর আপগ্রেডড ভার্সন হিসেবে আসবে।
গত মাসে একটা relame ফোন RMX3370 এই মডেল নাম্বার এ চায়না র TEENA তে সার্টিফিকেশন পেয়েছিলো। আশা করা যায় এই সেট টি Realme GT Neo2 হিসেবে আসবে। এটিকে GeekBench এ Snapdragon 870 chipset এ দেখা গেছে। তবে original GT Neo তে ছিল Dimensity 1200 SoC।
Realme GT Neo2 তে থাকছে 6.62-inch AMOLED স্ক্রিন উইথ Full-HD+ resolution 1080×2400 pixels, 20:9 aspect ratio, 120Hz refresh রেট আর ইন- ডিসপ্লে fingerprint স্ক্যানার । থাকছে 12GB RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ ।
এতে থাকবে 4,500mAh ব্যাটারি। 3c সার্টিফিকেশন থেকে জানা যাচ্ছে যে এতে থাকবে 65W ফার্স্ট চার্জার। থাকবে Android 11 OS আর Realme UI 2.0
ব্যাক এ থাকবে 64-megapixel প্রাইমারী ক্যামেরা, 8-megapixel আল্ট্রা ওয়াইড shooter, 2-megapixel ম্যাক্রো স্ন্যাপার। সেলফি র জন্য থাকছে 16-megapixel ফ্রন্ট ক্যামেরা। চার তে কালার অপশনে আসতে পারে - Mirror black, Dream blue, Super orange আর special green vibrant ।
কোন মন্তব্য নেই