Realme লঞ্চ করতে চলেছে তাদের নতুন বাজি Realme GT Neo 2, সামনে এলো লঞ্চ তারিখ ও বৈশিষ্ট্য

     


    সেপ্টেম্বর 22 এ দুপুর 2 টা নাগাদ relame তাদের Realme GT Neo2 আনতে চলেছে । এই সেট টি এই বছরের শুরুতে লঞ্চ হওয়া Realme GT Neo এর আপগ্রেডড ভার্সন হিসেবে আসবে।

      গত মাসে একটা relame ফোন RMX3370 এই মডেল নাম্বার এ চায়না র TEENA তে সার্টিফিকেশন পেয়েছিলো। আশা করা যায় এই সেট টি Realme GT Neo2 হিসেবে আসবে। এটিকে GeekBench এ Snapdragon 870 chipset এ দেখা গেছে। তবে original GT Neo তে ছিল Dimensity 1200 SoC।

     Realme GT Neo2 তে থাকছে 6.62-inch AMOLED স্ক্রিন উইথ Full-HD+ resolution 1080×2400 pixels, 20:9 aspect ratio, 120Hz refresh রেট আর ইন- ডিসপ্লে fingerprint স্ক্যানার । থাকছে 12GB RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ ।



     এতে থাকবে 4,500mAh ব্যাটারি। 3c সার্টিফিকেশন থেকে জানা যাচ্ছে যে এতে থাকবে 65W ফার্স্ট চার্জার। থাকবে Android 11 OS আর Realme UI 2.0

      ব্যাক এ থাকবে 64-megapixel প্রাইমারী ক্যামেরা, 8-megapixel আল্ট্রা ওয়াইড shooter, 2-megapixel ম্যাক্রো স্ন্যাপার। সেলফি র জন্য থাকছে 16-megapixel ফ্রন্ট ক্যামেরা। চার তে কালার অপশনে আসতে পারে - Mirror black, Dream blue, Super orange আর special green vibrant ।

কোন মন্তব্য নেই

Feature Post

সামনে এলো Galaxy A23 5G এবং Galaxy A13 5G এর স্পেসিফিকেশন। সম্পূর্ণ তথ্য আপনাদের জন্য।

      অবশেষে Samsung Galaxy A23 5G এবং Galaxy A13 5G স্মার্টফোনের দাম এবং কবে থেকে পাওয়া যাবে সেটা নিশ্চিত করেছে । দুটি স্মার্টফোনই তাইওয়ান...

Popular Post

fpm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
close