সামনে এলো Xiaomi Civi এর কিছু স্পেসিফিকেশন । আসুন দেখে নি।

 

         

    27th সেপ্টেম্বর চায়না তে Xiaomi তাদের Civi স্মার্ট ফোন টি লঞ্চ করতে চলেছে ।গতকাল কোম্পানী এর কিছু ছবি সামনে এনেছে। একজন চাইনিজ টিপস্টার এর কী specifications সামনে এনেছেন।

     এই সেট টি তে থাকতে পারে 6.55-inch AMOLED ডিসপ্লে উইথ curved Edge । থাকবে full HD + resolution, 120Hz refresh রেট আর Snapdragon 778G chipset । আর থাকবে 4,500mAh ব্যাটারি যা 55W rapid charging সাপোর্ট করবে ।

                               

    সেলফি র জন্য থাকছে 32-megapixel Samsung GD1 লেন্স । এর ট্রিপল ক্যামেরা সেট আপ এ থাকতে পারে 64-megapixel Samsung GW3 প্রাইমারী ক্যামেরা ।

     Xiaomi Civi তে থাকবে AG ম্যাট ব্ল্যাক আর metallic middle ফ্রেম । এর thickness হবে 6.98mm আর ওয়েট হবে 166 গ্রাম।

     Xiaomi তাদের এই নতুন সেট টি Honor 50, Oppo Reno6, Vivo S10 সিরিজ এর মত ই স্টক করবে। এটা 8GB RAM +128GB স্টোরেজ , 8GB RAM +256GB স্টোরেজ , 12GB RAM +256GB স্টোরেজ ভ্যারিয়েন্টে আসবে আর এর দাম হবে যথাক্রমে 2,699 yuan (~$417) 2,999 yuan , 3,299 yuan (~$464)


Social Media তে আসুন, আগে আপডেট পাবার জন্য । 





কোন মন্তব্য নেই

Feature Post

সামনে এলো Galaxy A23 5G এবং Galaxy A13 5G এর স্পেসিফিকেশন। সম্পূর্ণ তথ্য আপনাদের জন্য।

      অবশেষে Samsung Galaxy A23 5G এবং Galaxy A13 5G স্মার্টফোনের দাম এবং কবে থেকে পাওয়া যাবে সেটা নিশ্চিত করেছে । দুটি স্মার্টফোনই তাইওয়ান...

Popular Post

fpm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
close