Vivo আনতে চলেছে তাদের আর একটি নতুন স্মার্ট ফোন Vivo V23e, সামনে এল অনেক তথ্য
জুলাই মাসে Vivo এর একটা ফোন, মডেল নাম্বার V2116 ভারতীয় IMEI ডাটা বেস এ দেখা গেছিল যার মডেল নাম্বার ছিল Vivo V23e।
মনে করা হয়েছিলো, এই ফোনটি হয়ত VIVO সামনের মাসে লঞ্চ করবে যেহেতু এর successor অলরেডি গত বছর এসেছে। আজ V23e কে Bluetooth SIG এর ডেটাবেস এ দেখা গেছে । মনে করা হচ্ছে এটি আগামী মাসের প্রথম দিকেই হয়তো অফিসিয়ালি ঘোষণা করা হবে। Vivo V21 ইন্ডিয়া তে 4G আর 5G ভার্সনে এসেছিলো। V23 হয়তো শুধু 5G ভার্সন এই আসবে।
Bluetooth SIG এর আগে V23e কে Indonesian TKDN আর Europe EEC তে দেখা গেছিল । Bluetooth SIG অনুসারে এতে থাকবে Bluetooth 5.2 ।
Bluetooth 5.w এর নতুন ভার্সন অনুযায়ী এতে থাকবে একটা পাওয়ার প্রসেসর । থাকতে পারে পাওয়ার ফুল Snapdragon 7-series প্রসেসর । V23e রিলিজ হলে সচেসসই অনুমান করা যায় যে V23 সিরিজ এর অন্য ফোন গুলো খুব তাড়াতাড়ি ই আসবে।
Vivo V21e তে ছিল 6.44-inch AMOLED FHD + ডিসপ্লে । ফ্রন্ট ক্যামেরা 44-megapixel আর ব্যাক এ 64-megapixel (মেন ) +8-megapixel (আল্ট্রাওয়াইড ) +2-megapixel (ম্যাক্রো ) ক্যামেরা ইউনিট ।
V21e 4G তে ছিল Android 11 OS সাথে ছিল ফানটাচ OS 11 এবং প্রসেসর ছিল SD 720 । ফোন এ ছিল 8GB RAM আর 128GB স্টোরেজ । আর 4,500mAh ব্যাটারি যা 33W ফার্স্ট charging সাপোর্ট করে। তাছাড়া ও ছিল ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ।
V21e 5G তে আছে Dimensity 700 chip আর 4,000mAh ব্যাটারি যা 44W ফার্স্ট charging সাপোর্ট করে। আছে 32-megapixel ফ্রন্ট ক্যামেরা আর 64-megapixel +8-megapixel dual ক্যামেরা সেট । আর আছে 6.44-inch AMOLED FHD + ডিসপ্লে উইথ ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ।
Social Media তে আসুন, আগে আপডেট পাবার জন্য ।
Facebook Page | : | |
Instagram Page | : | |
Youtube Link | : | |
Twitter | : | |
Telegram | : |
কোন মন্তব্য নেই