প্রকাশিত হল OnePlus 9 RT লঞ্চ এর সম্ভাব্য তারিখ । আসুন জেনে নি ।
গত মাসে Android Central প্রকাশ করেছিলো যে OnePlus তাদের একটা নতুন ফোন এর উপর কাজ করছে, OnePlus 9 RT। এর মনিকার থেকে জানা যাচ্ছে যে এটি হবে OnePlus 9 RV এর আপগ্রেডড ভার্সন যেটা গত বছর লঞ্চ হয়েছিলো । এর কিছু স্পেসিফিকেশন ছাড়াও এই রিপোর্ট থেকে জানা যাচ্ছে এটি হয়তো অক্টোবর মাসে বাজার এ আসবে। টিপস্টার Steve Hemmerstoffer লঞ্চ এর একটি সম্ভাব্য তারিখ প্রকাশ করেছেন।
এটি 15th অক্টোবর আসতে পারে। পুরোনো কিছু রিপোর্ট অনুযায়ী OnePlus 9 আর OnePlus 9 Pro এর আপডেটেড T ভার্সন এই বছর আনতে পারে। এই OnePlus 9 RT oxygen OS 12 UI তে লঞ্চ হতে পারে। এটি ইন্ডিয়া আর চায়না এর বাজার এ আসার সম্ভাবনা আছে।
এতে থাকবে 6.55-inch AMOLED ডিসপ্লে উইথ 120Hz refresh রেট । থাকবে Snapdragon 870 এর উচ্চতর binned ভার্সন। ফটোগ্রাফির জন্য থাকছে Sony IMX766 50-megapixel প্রাইমারী ক্যামেরা ।
এতে থাকতে পারে 4,500mAh ব্যাটারি উইথ 65W ফার্স্ট charging আর oxygen OS 12 এ থাকবে কিছু নতুন ফিচার - সেনসেটিভ ডাটা securely সংরক্ষণ করা যাবে, privacy settings উন্নত হবে, নতুন setting পেইজ থাকবে । থাকবে floating windows ও ।
এতে থাকতে পারে 12GB পর্যন্ত LPDDR4X RAM আর 256GB পর্যন্ত UFS 3.1 স্টোরেজ । সেলফি র জন্য থাকছে 16 - megapixel ক্যামেরা । security এর জন্য in-screen fingerprint স্ক্যানার । যদি ও এর দাম সম্পর্কে এখনও কোনও তথ্য জানা যায়নি।
কোন মন্তব্য নেই