পাওয়ার বাঙ্ক (Power Bank ) কিনবেন ভাবছেন ? কি দেখে কেনা উচিৎ
আজকে আমাদের ব্যস্ত জীবনে আমরা বেশির ভাগ সময় হয়ত কর্মসূত্রে বাইরে থাকি, বা অফিসে থাকি । আর আমাদের নিত্যসঙ্গী আমাদের স্মার্ট ফোন । অনেক সমইয় ই এমন হয়, আমরা রাস্তায় বেরিয়ে দেখি আমাদের স্মার্ট ফোনে চার্জ নেই । তখন ই প্রয়োজন পরে একটি Power Bank এর। অনেক সময় আবার দেখা যায়, হাতের কাছে হয়ত Power plug আছে, কিন্তু তাতে সমস্যা আছে । তখন ও আমাদের Power Bank ব্যবহার করতে হয়। কিন্তু এখন প্রশ্ন হল আমরা কি দেখে একটা সঠিক Power Bank কিনতে পারি । আসুন দেখে নি ।
১. সাইজ ঃ আমরা সারাক্ষণ যেহেতু POWER BANK টি আমাদের সাথে রাখি, তাই আমাদের দেখে নেওয়া উচিৎ যাতে পাওয়ার ব্যাংক টি সাইজ এ ছোট হয়, সাথে সাথে সেটা যেন হালকা হয়, সেটাও আমাদের দেখে নেওয়া উচিত ।
২. ক্ষমতা ঃ আমরা আজকাল কার দিনে অনেকেই কিন্তু একি সময়ে একের অধিক ফোন ব্যবহার করি। কিন্তু ভুল করে যদি আমরা কম ক্ষমতা বা পাওয়ার এর পাওয়ার ব্যাংক কিনে ফেলি তখন আমাদের এ সমস্যা হবে । আবার অনেক সময় দেখা যাই আমাদের ফোনে ৭০০০ mah ব্যাটারি আছে, কিন্তু আমরা যদি ১০০০০ mah ব্যাটারির একটা পাওয়ার ব্যাংক কিনে ফেলি, সেটা হয়ত কম পরে যেতে পারে। তাই আমাদের ব্যবহার এর উপর নির্ভর করে পাওয়ার ব্যাংক এর ব্যাটারি রেটিং দেখে নেওয়া উচিত ।
৩. পোর্ট ঃ বিভিন্ন স্মার্ট ফোনে বিভিন্ন রকম পোর্ট থাকে, শুধু তাই নয়, আজকাল আমরা বিভিন্ন স্মার্ট ওয়াচ, বা ওয়্যার লেস হেডফোন ব্যবহার করি, তাতেও হইত চার্জ করার সময় আমাদের পাওয়ার ব্যাংক প্রয়োজন হতে পারে, তাই পাওয়ার ব্যাংক এ USB TYPE C এবং Micro USB পোর্ট আছে কিনা দেখে কিনবেন ।
৪. Fast Charging : এখানকার অধিকাংশ ফোন-ই ফাস্ট চার্জ সাপোর্ট করে, তাই আপনার powerbank ফাস্ট চার্জ সাপোর্ট করে কিনা দেখে নেবেন | power bank নিজে যাতে ফাস্ট চার্জ হয়, সেটাও দেখে নেওয়া উচিত | পাওয়ার ব্যাংক এ ফাস্ট চার্জ সাপোর্ট না থাকলে পাওয়ার ব্যাংক চার্জ হতে 5 থেকে 6 ঘন্টা সময় লেগে যাবে, যা আজকের দিনে খুবই বোরিং |
একটা পাওয়ার ব্যাংক কেনার সময়ে এই ব্যাপার গুলো মাথায় রাখলেই আপনাকে হয়তো আর ঝামেলায় পড়তে হবে না, সুতরাং এই ধরণের টপিক সবার আগে জানতে আমাদের এই ওয়েবসাইট ফলো করতে ভুলবেন না |
কোন মন্তব্য নেই