আসতে চলেছে Samsung Galaxy এর আরও দুটো নতুন ফোন। কবে পাবেন হাতে?
গত মাসে প্রকাশিত একটা রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে Samsung তাদের Galaxy M52 5G এবং Galaxy F42 5G ফোন টি সেপ্টেম্বর এ ইন্ডিয়া তে আনতে চলেছে । মনে হচ্ছে এই সেট দুটি খুব তাড়াতাড়ি ই ইন্ডিয়া তে অফিসিয়ালি আনা হবে, কারণ তাদের কিছু খবর samsung ইন্ডিয়া র ওয়েবসাইট পেজে দেখা গেছে।
এতে ফোন দুটি এর ব্যপারে কিছু তথ্য পাওয়া গেছে। F42 5G এর মডেল নাম্বার mention হয়েছে SM-E426B/DS আর M52 5G এর জন্য SM-E526B/DS মডেল নাম্বার রাখা হয়েছে। M52 5G এই মাসের শেষে ই হয়তো আসবে, অন্য দিকে F42 5G এই মাসেই লঞ্চ হতে পারে।
পুরোনো কিছু তথ্য থেকে জানা যাচ্ছে Galaxy M52 5G তে থাকবে 6.7-inch S-AMOLED FHD+ ডিসপ্লে, Snapdragon 778G chip, 6GB / 8GB RAM, 128GB ইন্টারনাল স্টোরেজ, মাইক্রো SD কার্ড স্লট, one UI 3.1 based Android 11 আর 5,000mAh ব্যাটারি উইথ 25W ফার্স্ট charging । সেলফি র জন্য থাকবে 32-megapixel ক্যামেরা, আর ব্যাক এ থাকবে 64-megapixel প্রাইমারী shooter, 12-megapixel আল্ট্রাওয়াইড ক্যামেরা আর 5-megapixel depth সেন্সর।
অপরদিকে Galaxy F42 5G হতে পারে Galaxy A22 5G এর আপগ্রেডড ভার্সন। থাকতে পারে 6.6-inch FHD+ স্ক্রিন, Dimensity 700 chipset, 8GB RAM, 128GB স্টোরেজ, 5000mAh ব্যাটারি উইথ 15W ফার্স্ট charging । সেলফি র জন্য থাকতে পারে 8-megapixel ফ্রন্ট ক্যামেরা, আর 48-megapixel +5-megapixel +2-megapixel ব্যাক ট্রিপল ক্যামেরা ।
যদিও Samsung তাদের এই ফোন দুটি র bapar এ এখনও কিছু জানায়নি। সম্ভবত এই South Korean কোম্পানী তাদের M52 5G এর টিজার এই মাস এর 3rd বা 4th week এ রিলিজ করবে ।
কোন মন্তব্য নেই