চরম সস্তায় লঞ্চ হবে Xiaomi 11 Lite NE 5G । আপনারা তৈরী তো?

    Xiaomi তাদের Xiaomi 11 Lite NE 5G 29th সেপ্টেম্বর ইন্ডিয়া তে  লঞ্চ করতে চলেছে । ইতিমধ্যেই কোম্পানী কিছু ফিচার সামনে এনেছে। একটি টুইট এর মাধ্যমে তারা জানিয়েছে যে সেট টির সাথে আসবে 12 5G ব্যান্ড।

    একটা লিক থেকে জানা যাচ্ছে এর starting price হবে Rs 21,999 (~$299) ।এটি 6GB RAM +128GB  স্টোরেজ 8GB RAM +128GB স্টোরেজ, 8GB+256GB স্টোরেজ, ভ্যারিয়েন্টে আসবে ।

    এটি ইন্ডিয়া তে অফিসিয়ালি লঞ্চ হওয়া মাত্র ই এর sale শুরু হয়ে যাবে। এটি 4 টে কালার অপশন এ পাওয়া যাবে - truffle black, peach pink, bubblegum blue আর snowflake white ।

    এর specifications এখন আর অজানা নয় যেহেতু এটি গ্লোবাল মার্কেটে ইতিমধ্যেই এসে গেছে। এতে আছে 6.55-inch AMOLED স্ক্রিন উইথ Full-HD + resolution আর 90Hz refresh rate ।

    এর ব্যাক প্যানেল এ আছে 64-megapixel (মেইন) +8-megapixel (আল্ট্রাওয়াইড) +5-megapixel (টেলিম‍্যাক্রো) ট্রিপল ক্যামেরা ইউনিট আর সেলফির জন্য 20-megapixel ফ্রন্ট ক্যামেরা । থাকছে MIUI 12. 5 based Android 11 OS, 4,250mAh ব্যাটারি যা 33W ফার্স্ট charging সাপোর্ট করে। এই Snapdragon 778G তে আছে LPDDR4X RAM আর UFS 2.2 স্টোরেজ ।


Social Media তে আসুন, আগে আপডেট পাবার জন্য । 


কোন মন্তব্য নেই

Feature Post

সামনে এলো Galaxy A23 5G এবং Galaxy A13 5G এর স্পেসিফিকেশন। সম্পূর্ণ তথ্য আপনাদের জন্য।

      অবশেষে Samsung Galaxy A23 5G এবং Galaxy A13 5G স্মার্টফোনের দাম এবং কবে থেকে পাওয়া যাবে সেটা নিশ্চিত করেছে । দুটি স্মার্টফোনই তাইওয়ান...

Popular Post

fpm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
close