চিনের পর ভারতে আসতে চলেছে Vivo X70 সিরিজ | কবে আসছে? Specification?
গত সপ্তাহে vivo তাদের Vivo X70 সিরিজ এর ফোন গুলো যেমন Vivo X70, X70 pro, X70 pro+ কে সামনে আনল। এই চাইনিজ সংস্থাটি হয়তো এই মাসের শেষে ইন্ডিয়া এর বাজার এ ফোন গুলো লঞ্চ করবে । টিপস্টার Yogesh Brar MySmartPrice এর সাথে সম্মিলিত ভাবে ইন্ডিয়া তে ফোন গুলোর লঞ্চ ডেট সামনে আনল । একই সাথে money control এর একটি রিপোর্ট বলছে যে এই তিন টি ফোন এখানে লঞ্চ হবে না।
টিপস্টার এর খবর অনুসারে, X70 এর ফোন গুলি 30th সেপ্টেম্বর ইন্ডিয়া তে আসবে। এটা নির্দেশ করে যে কোম্পানী ফোন গুলি এর ব্যাপারে খুব তাড়াতাড়ি সোশ্যাল প্ল্যাটফর্ম এ জানাবে। উনি এও বলেছেন ইন্ডিয়া তে হয়তো দুটো মডেল এর ফোন ই শুধুমাত্র পাওয়া যাবে।
Money control অনুযায়ী vivo তাদের Vivo X70 এর vanilla মডেল টি ইন্ডিয়া তে লঞ্চ করবেনা। Vivo X70 pro আর Vivo X70 pro+ ই শুধুমাত্র লঞ্চ হবে । আগের রিপোর্ট অনুযায়ী X20 pro এর দাম হতে পারে 49,990 টাকা (~$680) আর pro+ এর দাম হতে পারে 69,990 টাকা (~$952)।
Pro মডেল এ থাকবে 6.56-inch FHD+120HZ ডিসপ্লে, আর pto+এ থাকবে 6.78-inch QHD+ডিসপ্লে । দুটোতেই থাকবে curved Edge AMOLED প্যানেল উইথ in-screen fingerprint স্ক্যানার । pro মডেল এ থাকবে Dimensity 1200 chipset আর pro + এ থাকবে Snapdragon 888 + chipset । থাকতে পারে 12GB RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ ।
Pro মডেল এ থাকবে 32-megapixel ফ্রন্ট ক্যামেরা আর 50-megapixel (Sony IMX766V) +12-megapixel (portrait) +12-megapixel (আল্ট্রাওয়াইড ) +8-megapixel (টেলিফটো ) ক্যামেরা, অন্যদিকে pro+ এ 50-megapixel (Samsung GN1)+48-megapixel (Sony IMX598, আল্ট্রাওয়াইড )+12-megapixel (portrait )+8-megapixel (টেলিফটো ) লেন্স থাকতে পারে।
X70 pro তে থাকতে পারে 4,450mAh ব্যাটারি যা 44W ফার্স্ট charging সাপোর্ট করবে । আর X70 + এ থাকতে পারে 4,500mAh ব্যাটারি যা 55W ফার্স্ট charging support করবে ।
কোন মন্তব্য নেই