দূর্দান্ত ফিচার সহ আসবে Infinix Hot 11 - 2022 Edition। সম্পূর্ন স্পেসিফিকেশন আপনাদের জন্য।

    Infinix সাধারণ মানুষের সাধ্যের মধ্যে ফোন ডিজাইন করে। এই বৈশিষ্ট্য ই Infinix কে অন্য দের থেকে আলাদা করে। 2022 সালে এই কোম্পানী একটা নতুন স্মার্ট ফোন আনতে চলেছে যার নাম Infinix Hot 11 - 2022 । এর কিছু কী ফিচার সামনে এসেছে।

    Passionategeekz র কথায় Infinix Hot 11 ফেব্রুয়ারি মাসে ইন্ডিয়া র বাজার এ লঞ্চ করবে এবং এর 4GB +64GB ভ্যারিয়েন্টের দাম হবে 10,999 টাকা। বেশ কয়েকটি কালার অপশন এ এটা পাওয়া যাবে।

    সূত্র বলছে এতে থাকবে 6.8-inch FHD + 90Hz LCD ডিসপ্লে । এটি চলবে UNISOC T700 chipset আর Android 11 এ।

    ব্যাকে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ - 48-megapixel প্রাইমারী সেন্সর, 2-megapixel ডেপ্থ সেন্সর আর একটি 2-megapixel সেন্সর ।সেলফির জন্য থাকছে 8MP শুটার ।

    সদ্য লঞ্চ হওয়া Xiaomi ফোন গুলোর মত এতে থাকবে dual stereo speaker যেটা DTS Surrounded sound কে সাপোর্ট করবে । থাকবে rear mounted fingerprint স্ক্যানার ।

     Infinix Hot 11 -2022 এ পাওয়ার দেবে 5,000mAh ব্যাটারি যা 18W ফার্স্ট charging সাপোর্ট করবে ।



Social Media তে আসুন, আগে আপডেট পাবার জন্য । 

কোন মন্তব্য নেই

Feature Post

সামনে এলো Galaxy A23 5G এবং Galaxy A13 5G এর স্পেসিফিকেশন। সম্পূর্ণ তথ্য আপনাদের জন্য।

      অবশেষে Samsung Galaxy A23 5G এবং Galaxy A13 5G স্মার্টফোনের দাম এবং কবে থেকে পাওয়া যাবে সেটা নিশ্চিত করেছে । দুটি স্মার্টফোনই তাইওয়ান...

Popular Post

fpm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
close