বাজেটে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে বাজার মাত করতে আসছে Redmi Note 11S । কবে আসছে? দাম কত? একনজরে দেখে নিন

    

    এর আগে শাওমি র সাব ব্র্যান্ড রেডমি তাদের রেডমি নোট 11S, 9th ফেব্রুয়ারি 2022 এ ইন্ডিয়ার বাজারে লঞ্চ করবে বলে ঘোষণা করেছিল। আগেই জানানো হয়েছে এই ফোনে থাকবে অ্যামোলেড ডিসপ্লে ।এখন একটি নতুন লিক থেকে এর সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে কিছু তথ্য সামনে এসেছে।

    টিপস্টার Yogesh Brar এই ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন লিস্ট এবং এর দাম সম্পর্কে টুইট করেছেন। তার তথ্য অনুসারে এতে থাকবে 6.4-inch FHD+ AMOLED ডিসপ্লে উইথ 90Hz refresh রেট । থাকবে 4G এনাবেল্ড MediaTek Helio G96 SoC যা note 10S এ থাকা Helio G95 এর একটা আপগ্রেডড ভার্সন ।

    ইন্ডিয়া তে এটা দুটো স্টোরেজ ভেরিয়েন্টৈ পাওয়া যাবে - 4GB or 6GB RAM আর 64GB or 128GB স্টোরেজে। এতে শক্তি যোগাবে 5000mAh ব্যাটারি যা 33W ফার্স্ট charging সাপোর্ট করবে ।

    ফটোগ্রাফির জন্য থাকছে 108-megapixel +8-megapixel +2MP +2MP কোয়াদ ক্যামেরা সেটআপ, তবে এর সজ্জা হতে পারে ট্রিপল ক্যামেরা সেটআপ এর থেকে একটু আলাদা।

    পূর্বের লিক অনুযায়ী ক্যামেরা হতে পারে 108-megapixel প্রাইমারী Samsung HM2 ক্যামেরা, 8-megapixel Sony IMX3555 আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2MP OV2A OMNIVISION ম্যাক্রো সেন্সর। সেলফির জন্য থাকবে 13 মেগাপিক্সেলের স্ন্যাপার ।

    Yogesh Brar জানাচ্ছেন Redmi Note 11S এ থাকবে Android 11 based MIUI 12.5, কিন্তু যেখানে গ্লোবাল ভ্যারিয়েন্টে থাকছে MIUI 13 তাই ইন্ডিয়ান ভ্যারিয়েন্টে এটা থাকলেও থাকতে পারে।

    এর দাম হতে পারে Note 10S এর থেকে 1,000-2,000 টাকা বেশি। যেখানে Note 10S এর বর্তমান দাম 14,999 ($200) 6GB +64GB ভ্যারিয়েন্টের সেখানে Note 11S এর দাম 16,000-17,000 টাকার ($214-$227) আশেপাশে হতে পারে।

Social Media তে আসুন, আগে আপডেট পাবার জন্য । 




  

কোন মন্তব্য নেই

Feature Post

সামনে এলো Galaxy A23 5G এবং Galaxy A13 5G এর স্পেসিফিকেশন। সম্পূর্ণ তথ্য আপনাদের জন্য।

      অবশেষে Samsung Galaxy A23 5G এবং Galaxy A13 5G স্মার্টফোনের দাম এবং কবে থেকে পাওয়া যাবে সেটা নিশ্চিত করেছে । দুটি স্মার্টফোনই তাইওয়ান...

Popular Post

fpm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
close