Vivo নিয়ে আসছে Vivo X80 সিরিজ, একসাথে থাকবে ৩ টি ফোন । স্পেসিফিকেশান শুনলে চমকে উঠবেন ।


    কয়েক মাস আগে Vivo অফিসিয়ালি তাদের Vivo X70 সিরিজের স্মার্ট ফোন গুলো গ্লোবালি লঞ্চ করেছিলো । বর্তমানে তারা এর আপগ্রেডড ভার্সন VivoX80 সিরিজের ফোন আনতে চলেছে ।

X70 লঞ্চ এর একদম চার মাসের মাথায় Vivo আনছে Vivo X80 । লঞ্চ এর আগে এর কিছু স্পেসিফিকেশন লিক হয়েছে। আজ সেগুলো নিয়ে ই আপনাদের সাথে কথা বলবো।

এই লাইন আপে থাকছে 3 টি মডেল - Vivo X80, Vivo X80 pro, Vivo X80 pro + । তিনটি ফোনেই থাকছে AMOLED ডিসপ্লে উইথ 120Hz refresh রেট ।


    Vivo X80 তে থাকবে 6.56-inch LTPO ডিসপ্লে উইথ Full-HD+ resolution, অন্য দিকে pro আর pro+ এ থাকবে 6.78-inch LTPO ডিসপ্লে উইথ Full-HD + আর Quad HD+ resolution ।

    আশা করা যায় Vivo X80 তে থাকবে MediaTek Dimensity 8000 SoC আর pro মডেল এ MediaTek Dimensity 9000 । তবে pro +এ থাকতে পারে অত্যাধুনিক Qualcomm Snapdragon 8 Gen 1 chipset যা এখন অধিকাংশ ফ্ল‍্যাগশিপ লেভেলের ফোনে দেখা যায়।
    Vivo X80 এ থাকবে 50MP Samsung GN5 সেন্সর, 13MP সেকেন্ডারী সেন্সর আর 12MP Sony IMX663 সেন্সর উইথ 2X optical জুম ।

    মেমরি র জন্য Vivo X80 তে থাকবে LPDDR4X RAM আর PRO মডেল এ 12GB LPDDR5 RAM । তিন টি মডেল ই ইন্টারনাল স্টোরেজে থাকবে UFS 3.1 ।



    Pro মডেল এ থাকবে quad ক্যামেরা সেট আপ - 50MP প্রাইমারী সেন্সর, 50MP Samsung JN1 সেন্সর, 12MP Sony IMX663 লেন্স উইথ 2X optical জুম আর 50MP সেন্সর উইথ 5X optical সাপোর্ট ।

    Pro + মডেল এ থাকবে 50MP প্রাইমারী লেন্স, 49MP Sony IMX598 সেন্সর, 50MP সেন্সর উইথ 2X optical জুম আর 50MP লেন্স উইথ 5X optical জুম । সেলফির জন্য Vivo X80 আর pro তে থাকছে 44MP স্ন্যাপার, অন্য দিকে pro + এ থাকছে 50MP সেন্সর ।

    তিনটে মডেল এই থাকবে Android 12 অপারেটিং সিস্টেম উইথ origin OS Ocean। Vivo X80 তে থাকবে 55W ফার্স্ট charging সাপোর্ট আর pro মডেল এ থাকবে 66W ফার্স্ট charging সাপোর্ট আর 50W wireless charging সাপোর্ট ।

Social Media তে আসুন, আগে আপডেট পাবার জন্য । 

কোন মন্তব্য নেই

Feature Post

সামনে এলো Galaxy A23 5G এবং Galaxy A13 5G এর স্পেসিফিকেশন। সম্পূর্ণ তথ্য আপনাদের জন্য।

      অবশেষে Samsung Galaxy A23 5G এবং Galaxy A13 5G স্মার্টফোনের দাম এবং কবে থেকে পাওয়া যাবে সেটা নিশ্চিত করেছে । দুটি স্মার্টফোনই তাইওয়ান...

Popular Post

fpm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
close