বাজেটে বাজার কাঁপাতে আসছে Oneplus, সামনে এল আসল স্পেসিফিকাশান

    

    রিসেন্টলি ওয়ানপ্লাস ইন্ডিয়াতে one plus 9RT এবং Buds Z2 TWS লঞ্চ করেছে। গত সপ্তাহে টিপস্টার Yogesh Brar জানিয়েছেন কম্পানি ফেব্রুয়ারি মাসে একটি লঞ্চ ইভেন্ট অরগানাইজ করতে পারে যার মূল উদ্দেশ্য হলো OnePlus Nord 2 CE 5G কে ইন্ডিয়ার বাজারে লঞ্চ করা । ওই একই মাসে ইউরোপিয়ান মার্কেটে OnePlus Nord N20 লঞ্চ হতে পারে। বিশ্বস্ত টিপস্টার Max Jambor র তথ্য থেকে Nord 2 CE 5G র লঞ্চ ডেট সম্পর্কে ধারণা পাওয়া যায়।

    উপরে Jambor র ছবি থেকে স্পষ্ট যে Nord 2 CE 5G 11th ফেব্রুয়ারি লঞ্চ করবে। এই ছবি থেকে এর ক্যামেরা মডিউল সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পাওয়া যায় যেটা আগের লিক হওয়া রেন্ডার এর সাথে ম্যাচ করে যাচ্ছে।

    OnePlus Nord 2 তে থাকতে পারে 6.4 - inch AMOLED ডিসপ্লে । এর punch-hole screen এ থাকবে full HD +resolution, 90Hz refresh রেট আর in স্ক্রিন fingerprint স্ক্যানার । থাকবে Android 12 OS আর oxygenOS 12।

    সেলফির জন্য থাকবে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা । ব্যাক এ থাকবে 64 মেগাপিক্সেল মেন ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ট্রিপল ক্যামেরা ইউনিট।

    Nord CE 2 তে থাকবে Dimensity 900 chipset । এটা 6GB /8GB /12GB RAM আর 128GB /256GB স্টোরেজ ভ্যারিয়েন্টে আসবে ।থাকবে 4,500mAh battery যা 65W ফার্স্ট charging সাপোর্ট করবে ।দাম হতে পারে 24,000 টাকা ($321) থেকে 28,000 টাকার ($374) মধ্যে। এটা গ্রিন আর ব্ল্যাক কালার অপশনে পাওয়া যেতে পারে।

Social Media তে আসুন, আগে আপডেট পাবার জন্য । 

কোন মন্তব্য নেই

Feature Post

সামনে এলো Galaxy A23 5G এবং Galaxy A13 5G এর স্পেসিফিকেশন। সম্পূর্ণ তথ্য আপনাদের জন্য।

      অবশেষে Samsung Galaxy A23 5G এবং Galaxy A13 5G স্মার্টফোনের দাম এবং কবে থেকে পাওয়া যাবে সেটা নিশ্চিত করেছে । দুটি স্মার্টফোনই তাইওয়ান...

Popular Post

fpm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
close