বাজারে ঝড় তুলে আসছে Samsung Galaxy A53 । স্পেসিফিকেশান কি থাকছে আসুন জেনে নি ।

    সপ্তাহের প্রথম দিকে samsung এর একটা স্মার্ট ফোন উইথ মডেল নাম্বার SM-A5360, একে 3C সার্টিফিকেশন সাইটে দেখা গেছে । এখন একে চায়না র TENAA অথরিটি ও অ্যাপ্রুভড করেছে। অতএব এর সমস্ত স্পেসিফিকেশন এখন আমাদের হাতে এই হ্যান্ডসেটটি FCC অথরিটি দ্বারা ও মান্যতা প্রাপ্ত হয়েছে।

     Galaxy A53 এর গঠন 159.5× 74.7 ×8.1 mm আর এর ওজন 190 গ্রাম। আছে 6.46-inch TFT প্যানেল যা 1080×2400 pixel এর full HD + resolution দেয় আর 20:9 হল এর aspect ratio । আছে 4, 680 mAh ব্যাটারি যার typical value হতে পারে 5,000mAh । থাকতে পারে 15W charger । যদি ও Galaxy A52 5G র মত এটা 25W charging সাপোর্ট করতে পারে।

     A53 তে থাকবে 2.4GHz octa-core প্রসেসর । গুজব ছড়িয়েছে যে এতে থাকতে পারে Exynos 1200 chipset। থাকতে পারে 8GB RAM আর 128GB /256GB স্টোরেজ । থাকবে Android 12 OS আর One UI 4.x.

    Punch-hole ডিসপ্লে তে থাকবে 32 megapixel সেলফি ক‍্যামেরা । অন্য দিকে ব্যাক এ থাকবে 64-megapixel মেন ক্যামেরা, 12-megapixel লেন্স আর 5-megapixel স্ন্যাপার ।

     ফোন আনলক করার জন্য থাকছে in - ডিসপ্লে fingerprint স্ক্যানার । হোয়াইট আর ব্লু কালার অপশনে এটি পাওয়া যাবে। যেহেতু একে TENAA আর FCC অ্যাপ্রুভড করেছে তাই আশা করা যায় খুব তাড়াতাড়ি এটা চায়না এবং অন্যান্য মার্কেটে লঞ্চ করবে।

Social Media তে আসুন, আগে আপডেট পাবার জন্য । 


কোন মন্তব্য নেই

Feature Post

সামনে এলো Galaxy A23 5G এবং Galaxy A13 5G এর স্পেসিফিকেশন। সম্পূর্ণ তথ্য আপনাদের জন্য।

      অবশেষে Samsung Galaxy A23 5G এবং Galaxy A13 5G স্মার্টফোনের দাম এবং কবে থেকে পাওয়া যাবে সেটা নিশ্চিত করেছে । দুটি স্মার্টফোনই তাইওয়ান...

Popular Post

fpm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.
close